নিউজ ডেস্ক »
বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে নামিদামি তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। কারণ শেষ কয়েক বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। সবসময় তিনি আলোচনায় থাকেন তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে কিংবা তাঁর সেঞ্চুরির হিসেব নিয়ে।
তবে এবার ভিন্ন এক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেইলর। সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি জানিয়েছেন, কোহলি বিশ্ব ক্রিকেটে দারুণ প্রভাবশালী। সে আক্রমণাত্মক ক্রিকেটার এবং রাষ্ট্রনায়ক দুই ভূমিকাতেই পারফর্ম করছে দারুণ দক্ষতার সঙ্গে।
টেইলর বলেন,”বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। দলকে নেতৃত্ব দেওয়া এবং আক্রমণাত্মক মানসিকতার ওই পথটায় সে অসাধারণভাবে হেঁটে চলেছে। আমার মতে, কাজটা কোহলি খুবই সম্মানের সঙ্গে করে। সে যখন আবার ব্যাট করতে নামে নিজের অন্য সত্ত্বার মধ্যে ঢুকে যায়।”
অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারে মতে কোহলি প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ার দায়িত্ব অত্যন্ত সম্মান এবং ভালোভাবে পালন করছে। এ প্রসঙ্গে তিনি বলেন,”কোহলি খেলার মাঠে খুবই দায়িত্ববান। সে দলের এবং প্রতিপক্ষের ক্রিকেটারদের সম্মান করে। সাবেকদের প্রতি সম্মান রেখে চলে। তার সঙ্গে কথা বলে এটাই মনে হয়েছে।”