বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ১০০ ক্রীড়াবিদের তালিকায় কোহলি

নিউজ ডেস্ক »

একমাত্র ক্রিকেটার হিসেবে ২৬ মিলিয়ন ডলার বার্ষিক আয় নিয়ে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ১০০ ক্রীড়াবিদের তালিকায় স্থান করে নিয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত ২০২০ সালের এ তালিকায় ৬৬ নম্বরে রয়েছেন ভিরাট।

১০৬.৩ মিলিয়ন ডলার বার্ষিক আয় নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। ২০১৯ সালের আয়ের ভিত্তিতে এই তালিকা করা হয়। তালিকায় ২য় অবস্থানে রয়েছেন পর্তুগীজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ১০৫ মিলিয়ন ডলার নিয়ে এবং ১০৪ মিলিয়ন ডলার বার্ষিক আয় নিয়ে তালিকার ৩য় অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিউনেল মেসি।

বিশ্বের ২১ টি দেশের ভিন্ন ১০ ধরনের ক্রীড়া প্রতিযোগী এই তালিকায় স্থান পেয়েছেন। ভিরাট বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় রয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »