https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান দলের পথচলা হয়তো খুব লম্বা সময়ের নয়। স্বল্প সময়ের মধ্যেই হাঁটি হাঁটি পা পা করে যুদ্ধবিধ্বস্ত দেশটি যে ক্রিকেটের প্রসার ঘটিয়ে যাচ্ছে দিনকে দিন সেটা আর বলার অপেক্ষা রাখে না।
সাদা পোশাকে সাকুল্যে ৩টি ম্যাচ খেললেও সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের প্রমাণ করেছে তারা। আইসিসি টি-২০ র্যাংকিংয়ে আফগানদের অবস্থান বর্তমানে সাত নম্বরে। বিশ্বমানের স্পিন আক্রমণ নিয়ে দলটি তাই এগিয়ে বাংলাদেশের থেকেও।
তবে ত্রিদেশীয় সিরিজের শেষের দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের বিপুক্ষে হেরে কিছুটা ব্যাক ফুটে রয়েছে তারা। ফাইনালে মাঠে নামার আগে নিজেদের অবস্থান জানান দিতে গিয়ে দলটির অধিনায়ক রশিদ খান বলেন বিশ্বের যেকোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে আফগানিস্তান।
তার ভাষ্য, ‘গত ৩-৪ বছরে আমরা যেভাবে টি-২০ খেলছি এতে করে এটা সম্ভব। যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে বিশ্বের যেকোনো দলকেই হারানোর ক্ষমতা রাখি আমরা। আমাদের প্রতিভাবান একটা দল আছে বলে আমি মনে করি। শুধু মাথা ঠাণ্ডা রেখে পারফর্ম করতে হবে।’