https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ছিটকে গেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। হাঁটুর ইনজুরিতে পড়ে স্কটল্যান্ডে অনুষ্ঠিত নারী টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে থাকছেন না তিনি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম রুমানা আহমেদ। দলের বিপর্যয়ে ব্যাট কিংবা বল দুই দিক দিয়েই সামাল দেয়ার সামর্থ্য রয়েছে তার। এই অলরাউন্ডারকে ছাড়াই বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হচ্ছে নারী দলকে। রুমানাকে আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির ওমেন্স উইং ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। তার মতে টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের দলে রাখা যাচ্ছে না রুমানাকে।
রুমানার সুস্থ হতে কতদিন লাগতে পারে সে ব্যাপারে স্পষ্ট করে কিছ না বললেও এটা যে সময় সাপেক্ষ ব্যাপার তা বুঝতে পেরেছেন নাজমুল আবেদিন ফাহিম। সেই সাথে রুমানার দলে না থাকা যে বড় ধরণের ক্ষত সেটাও মেনে নিয়েছেন তিনি।