বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শাহাজাদ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে ফেভারিটদের মধ্যে নেই আফগানিস্তান। তবে দলটির টপ অর্ডার ব্যাটসম্যানদের ভয়ডরহীন ব্যাটিং আর বোলিং বিভাগে মূল শক্তি রশিদ, নবী, মুজিবদের স্পিন। বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড কিংবা জিম্বাবুয়ের মত দলকে হারানোর পাশপাশি তারা হারিয়েছে উইন্ডিজের মত তারকা খচিত দলকেও। বিশ্বকাপে এখন পর্যন্ত অবশ্য দুই ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে তারা।

তবে এবার আফগানদের ব্যাটিং বিভাগের জন্য আসলো বড় দুঃসংবাদ। দলের অন্যতম সেরা ওপেনার মোহাম্মদ শাহাজাদ ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন শাহাজাদ। তার ইনজুরির অবস্থা খারাপের দিকে যাওয়াতেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন তিনি।

এদিকে শাহাজাদের বদলি ক্রিকেটার হিসেবে দলে নেয়া হয়েছে তরুণ ইকরাম আলি খিলকে। তিনিও শাহাজাদের মত গ্লাভস হাতে তিন কাঠির পেছনে দাঁড়াতে পারেন। আন্তর্জাতিক অঙ্গনে এখন পর্যন্ত মাত্র ২টি ওয়ানডে খেলে ৬ রান করেছেন তিনি।

উল্লেখ্য, আগামীকাল (৮ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে আফগানরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »