বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে দেখে শেখা উচিৎ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০১৫ এর বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ইংল্যান্ড এবার বিশ্বকাপ জিতে নিল। বিগত ৪ বছর ধরে তাঁরা দলটাকে গঠন করেছে। একটা পারফেক্ট দল গঠনের আপ্রান চেষ্টা করে সফল হয়েছে।

এই চ্যাম্পিয়ন হওয়া একদিনের পরিশ্রমের ফল না। এর পিছনে রয়েছে প্রচুর ডেডিকেশন, পরিশ্রম। খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফদের হার না মানা মানসিকতা। পরিশ্রম বিফলে যায়না।বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে দেখে শেখা উচিৎ।

বিশ্বকাপে একটা ম্যাচেও মনে হয়নি তারা ঘরের মাঠের সুবিধা নিয়ে খেলছে। হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার প্লে ছিল। যোগ্য দল হিসেবেই ট্রফি উচিয়ে ধরেছে ব্রিটিশরা। ইংল্যান্ড বিগত ৪ বছরে ঘুরে দাঁড়িয়েছে।

আমরা সেদিনের জয়ী দল হিসেবে আজ কোন অবস্থানে আছি? বিশ্বকাপে খারাপ খেলার অজুহাতে একেক করে কোচিং স্টাফদের ছাঁটাই করে যাচ্ছি। আসল জায়গায় উন্নতির চেষ্টা করছিনা। আমাদের প্রচুর ডেডিকেশনের অভাব। দল হিসেবে আমরা খেলতে পারিনা।

সবার সমান চেষ্টা মাঠের খেলায় দেখা যায়না। ১১জনের খেলায় গুটি কয়েক খেলোয়াড়ের উপর ভরসা করে কতদিন জেতা যায়! আমাদের পারফর্মার দরকার। সত্যিকারের লড়াকু মানসিকতার চ্যাম্পিয়ন দরকার।

আগামী বিশ্বকাপ এই উপমহাদেশে। আমাদের অপার সম্ভাবনা রয়েছে এই বিশ্বকাপে। ইংল্যান্ড ক্রিকেট দল থেকে শিক্ষা নিয়ে ২৩ বিশ্বকাপে ভাল কিছু করার প্রত্যাশা থাকবে এই দলটার প্রতি।

গত দেড়টা মাস ক্রিকেট উন্মাদনায় ভালই কেটেছে। ৫০ ওভারের খেলার মজা ২০ ওভারের খেলায় পাওয়া যায়না। টেস্টের আনন্দ ওডিয়ায় ম্যাচ এনে দিতে পারেনা। ভার্সন অনুযায়ী জয়ের আনন্দটাও অন্য রকম। জয় হোক ক্রিকেটের!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »