নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শাশুড়ির শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবেন লাসিথ মালিঙ্গা। মঙ্গলবার লঙ্কান এই পেসারের শাশুড়ি ইন্তেকাল করেছেন। দুপুরে শ্রীলঙ্কার জাতীয় দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মালিঙ্গার শাশুড়ির মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
তবে বিশ্বকাপের কোনো ম্যাচ মিস করবেন না লাসিথ মালিঙ্গা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচের আগেই আবার দলের সঙ্গে যোগ দেবেন ডানহাতি এই লঙ্কান পেসার।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বিবৃতিতে জানিয়েছে, ‘শাশুড়ি মৃত্যুবরণ করায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরে যাবেন লাসিথ মালিঙ্গা। আশা করা হচ্ছে আগামী ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচের আগেই আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’