নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ ক্রিকেটের বাজনা বাজতে শুরু করে দিয়েছে । বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু হয়ে গেছে। মহাশূন্য থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেমে শুরু হয়েছে এবারের ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ট্যুর। ট্রফিটি ইতিমধ্যে ৮টি দেশ ঘুড়েছে। চলতি মাসে এটি আসছে বাংলাদেশে। আগামী ৭-৯ আগস্ট বাংলাদেশে অবস্থান করবে বিশ্বকাপ ট্রফি।
মঙ্গলবার (০১ আগস্ট) সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘আইসিসির ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও বিশ্বকাপের ট্রফি পাঠানো হচ্ছে। ইতোপূর্বেও আইসিসি এ ধরণের কার্যক্রম নিয়েছিল, এটা আইসিসির একটা ক্যাম্পেইন। আমাদের দেশে ৭ই আগস্ট আসবে এবং ৯ তারিখে চলে যাবে।’
ভারত ছাড়াও এখন পর্যন্ত নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে বিশ্বকাপের ট্রফি ভ্রমণ করেছে। এসব দেশের উল্লেখযোগ্য স্থাপনার সামনে হয়েছে ট্রফির ফটো সেশন। সেই ধরারাহিকতায় বাংলাদেশেও উল্লেখযোগ্য স্থান হিসেবে পদ্মা সেতুকে বেছে নেয়া হয়েছে।
বিসিব প্রধান নির্বাহী বলেন, ‘আইসিসির একটা চাহিদা, যেই দেশে ট্রফি যায়, সেই দেশের উল্লেখযোগ্য স্থানে একটা ফটোসেশন করা। এর আগে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটো সেশন করা হয়েছিল। এবার যেহেতু আপনারা জানেন… পদ্মা সেতু আমাদের দেশের একটা গর্ব, একটা আইকনিক স্থাপনা। আমাদের পরিকল্পনা রয়েছে, পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপ ট্রফির একটা ফটো সেশনের ব্যবস্থা করা।’
জনসাধারণের জন্য বিশ্বকাপ ট্রফি দেখার ব্যবস্থা রাখা হয়েছে। তবে কোন স্থানে রাখা হবে সেটা এখনো ঠিক করা হয়নি। নিজামউদ্দিন বলেন, ‘আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে, একটি শপিং মলে এটি (সবার দেখার জন্য) রাখার। এর আগেও এমন করা হয়েছিল। এটাকে আমরা চেষ্টা করব যেন সর্বোচ্চ সময় সাধারণ মানুষ দেখতে পারে। সেক্ষেত্রে আমরা সম্ভবত ৮ বা ৯ তারিখের যে কোনো একটা সময়ে (শপিং মলে প্রদর্শনীর জন্য) দেব।’
আরএ/নিউজক্রিকেট২৪