বিশ্বকাপে সেরা দশ বোলার

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

শেষ হয়ে গেলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ- ২০১৯। শ্বাসরুদ্ধকর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতলো ইংল্যান্ড। পুরো টূর্ণামেন্টে ব্যাটিং বোলিংয়ে দাপট দেখিয়েছে অনেকে। এ পর্যায়ে আমরা আপনাদের দেখাবো বিশ্বকাপ- ২০১৯ এর সেরা ১০ বোলার।

চলুন দেখে নেয়া যাক এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ- ২০১৯ এর সেরা দশ বোলার ও তাদের পারফরম্যান্স:

১. মিচেল স্টার্ক ( অষ্ট্রেলিয়া ): ম্যাচ: ১০ ইনিংস: ১০ ওভার: ৯২.২ মেইডেন: ৫ রান: ৫০২ উইকেট: ২৭ সেরা বোলিং ফিগার: ৫/২৬ গঢড়: ১৮.৫৯ ইকোনমি: ৫.৪৩ স্ট্রাইক রেট: ২০.৫ ৫ উইকেট: ২।

২. লকি ফার্গুসন ( নিউজিল্যান্ড ): ম্যাচ: ৯ ইনিংস: ৯ ওভার: ৮৩.৪ মেইডেন: ৩ রান: ৪০৯ উইকেট: ২১ সেরা বোলিং ফিগার: ৪/৩৭ গড়: ১৯.৪৭ ইকোনমি: ৪.৮৮ স্ট্রাইক রেট: ২৩.৯ ৫ উইকেট: ০।

৩. জোফরা আর্চার ( ইংল্যান্ড ): ম্যাচ: ১১ ইনিংস: ১১ ওভার: ১০০.৫ মেইডেন: ৮ রান: ৪৬১ উইকেট: ২০ সেরা বোলিং ফিগার: ৩/২৭ গড়: ২৩.০৫ ইকোনমি: ৪.৫৭ স্ট্রাইক রেট: ৩০.২ ৫ উইকেট: ০।

৪. মোস্তাফিজুর রহমান ( বাংলাদেশ ): ম্যাচ: ৮ ইনিংস: ৮ ওভার: ৭২.১ মেইডেন: ২ রান: ৪৮৪ উইকেট: ২০ সেরা বোলিং ফিগার: ৫/৫৯ গড়: ২৪.২০ ইকোনমি: ৬.৭০ স্ট্রাইক রেট: ২১.৬ ৫ উইকেট: ২।

৫. জাসপ্রিত বুমরাহ ( ভারত ): ম্যাচ: ৯ ইনিংস: ৯ ওভার: ৮৪ মেইডেন: ৯ রান: ৩৭১ উইকেট: ১৮ সেরা বোলিং ফিগার: ৪/৫৫ গড়: ২০.৬১ ইকোনমি: ৪.৪১ স্ট্রাইক রেট: ২৮.০ ৫ উইকেট: ০

৬. মার্ক উড ( ইংল্যান্ড ): ম্যাচ: ১০ ইনিংস: ১০ ওভার: ৮৯.৪ মেইডেন: ২ রান: ৪৬৩ উইকেট: ১৮ সেরা বোলিং ফিগার: ৩/১৮ গড়: ২৫.৭২ ইকোনমি: ৫.১৬ স্ট্রাইক রেট: ২৯.৮ ৫ উইকেট: ০

৭. মোহাম্মদ আমির ( পাকিস্তান ): ম্যাচ: ৮ ইনিংস: ৮ ওভার: ৭৩ মেইডেন:৫ রান: ৩৫৮ উইকেট: ১৭ সেরা বোলিং ফিগার: ৫/৩০ গড়: ২১.০৫ ইকোনমি: ৪.৯০ স্ট্রাইক রেট: ২৫.৭ ৫ উইকেট: ০

৮. ট্রেন্ট বোল্ট ( নিউজিল্যান্ড ): ম্যাচ: ১০ ইনিংস: ১০ ওভার: ৯৯ মেইডেন: ৪ রান: ৪৭৯ উইকেট: ১৭ সেরা বোলিং ফিগার: ৪/৩০ গড়: ২৮.১৭ ইকোনমি: ৪.৮৩ স্ট্রাইক রেট: ৩৪.৯ ৫ উইকেট: ০

৯. শাহীন শাহ আফ্রিদি ( পাকিস্তান ): ম্যাচ: ৫ ইনিংস: ৫ ওভার: ৪৭.১ মেইডেন: ৩ রান: ২৩৪ উইকেট: ১৬ সেরা বোলিং ফিগার: ৬/৩৫ গড়: ১৪.৬২ ইকোনমি: ৪.৯৬ স্ট্রাইক রেট: ১৭.৬ ৫ উইকেট: ০

১০. ক্রিস ওকস ( ইংল্যান্ড ): ম্যাচ: ১১ ইনিংস: ১১ ওভার: ৮৫ মেইডেন: ৬ রান: ৪৪৬ উইকেট: ১৬ সেরা বোলিং ফিগার: ৩/২০ গড়: ২৭.৮৭ ইকোনমি: ৫.২৪ স্ট্রাইক রেট: ৩১.৮ ৫ উইকেট: ০

এরা এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ- ২০১৯ এর সেরা দশ বোলার। আরো অনেকে ভালো বোলিং করলেও এরা সেরা ১০ এ জায়গা করে নিতে পেরেছেন। এই সেরা ১০ এর শিষ্টের একজন বাংলাদেশী আছেন সে হলেন বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

-নাসিফুল হাসান সৌমিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »