নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১২ মে আইপিএলের ফাইনাল খেলার পর প্রায় ১ সপ্তাহেরও বেশি সময় বিশ্রাম নিয়ে ২২মে ইংল্যান্ডে পাড়ি জমানোর কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। বিশ্বকাপে অংশ নেয়ার জন্য জেট এরওয়েজের ৩০টি বিজনেস ক্লাসের টিকিটও নিশ্চিত করে রেখেছিল ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তবে লোকসান গুনতে গিয়ে এবার নিজেদের সব কার্যক্রমই বন্ধ করে দিয়েছে বিমান সংস্থাটি!
বিমান সংস্থার এহেন কাণ্ডে বড় ধরণের বিপাকে পড়তে হল ভারতীয় ক্রিকেটারদের। ইংল্যান্ডের মত দেশে ভ্রমনের জন্য বিজনেস ক্লাসের ৩০টি টিকিট জোগাড় করা সহজ হবে না তাদের জন্য বিশ্বকাপের মত মেগা ইভেন্টের আগ মুহূর্তে। ফলে সাধারণ যাত্রীদের যে ভ্রমন সুবিধা নিয়ে চলতে হয় সে পথই হয়তো বেছে নিতে হবে বোর্ডকে।
এদিকে এমন কাজকে চ্যালেঞ্জ হিসেবে মানছে ভারতীয় ক্রিকেট বোর্ড এমনটাই জানালেন বিসিসিআইয়ের এক কর্তা। ‘এটি আমাদের কাছে একটি চ্যালেঞ্জ। আমাদের দল ২২ মে ইংল্যান্ডে রওয়ানা হওয়ার কথা ছিল। সেটিই যেন হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর আমরা।’