নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪ শেষের পথে। দুই সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান, আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত। আজ ১ম সেমিফাইনালে মাঠে নামবে আফগানিস্তান বনাম ইংল্যান্ড। দুই দলের জন্যই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠার হাতছানি।
আফগানরা বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে। আফগানদের দুর্দান্ত সফলতার পেছনে প্রত্যেকেরই অবদান আছে। ব্যাটে বলে দূর্দান্ত খেলছেন সকলেই।
দলকে সেমিফাইনালে তুলতে ব্যাট হাতে দূর্দান্ত ভূমিকা রেখেছেন আফগান ওপেনার রহমান উল্লাহ গুরবাজ। ব্যাট হাতে তিনিই এ পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭ ম্যাচে ৮০ রান বেস্টে ৩ ফিফটিতে ৪০.১৪ এভারেজে সর্বোচ্চ ২৮১ রান করেন গুরবাজ। বোলিং সহায়ক উইকেট বিবেচনায় স্ট্রাইকরেটও দূর্দান্ত ১২৬.০০।
ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি বল হাতেও সর্বোচ্চ উইকেট শিকারী বোলার আফগানিস্তানের। ফজল হক ফারুকী ৭ ম্যাচে সর্বোচ্চ ১৬ উইকেট শিকার করেছেন। তম্মধ্যে চলতি বিশ্বকাপে সেরা বোলিং ফিগার ৫/৯ ফারুকীর। ২য় বোলার হিসেবে ৫/১১ আকিল হোসেনের।
ব্যাটে বলে সমান তালে পারফর্ম করে সেমিতে উঠেছে আফগানরা। আজ সেমিফাইনালেও দুই সর্বোচ্চ পারফরম্যারের দিকে তাকিয়ে থাকবে আফগানরা।