বিশ্বকাপে ব্যর্থ তামিম!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ দল তথা বর্তমান বিশ্বের সেরা ওপেনার তামিম ইকবাল খান। বাংলাদেশ দলে তামিম ইকবালের অবদান কতটা তা বলে শেষ করা যাবে না। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ (৬,৮৭১) রান তামিম ইকবালের। এমনকি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৭ হাজারের অধিক রান নেই কোনো ব্যাটসম্যানের। এই ৭ হাজার রানের মাইলফলকে যেতে এগিয়ে রয়েছেন তামিম ইকবাল।

এমনকি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরটিও (১৫৪) দখলে রেখেছেন তামিম ইকবাল খান। তামিম ইকবালের রয়েছে আরো অনেক অর্জন। এই বিশ্বকাপে তামিম ইকবালের কাছ থেকে ভক্তরা অনেক বেশি প্রত্যাশা করেছিল। ভক্তদের প্রত্যাশা মেটাতে কি ব্যর্থ ছিলেন তামিম?

২০১৫ সাল থেকে ২০১৯ সাল বাংলাদেশ দলের ওপেনিং অথবা বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপে সব থেকে ধারাবাহিক ব্যাটসম্যান ছিলেন এই বিশ্বসেরা ওপেনার তামিম ইকবাল খান। এই বিশ্বকাপে কি পুরোপুরি ব্যর্থ ছিলেন তামিম?

উত্তরটা অবশ্যই না। কারণ যদি সে ব্যর্থ হয়ে থাকে তাহলে কি করে সে এই বিশ্বকাপে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় অবস্থানে ছিলেন তামিম ইকবাল। এবারের বিশ্বকাপে তামিম ইকবালের যে দিকটায় বেশি সমালোচনা বেশি হয়েছে তা হলো খুবই ধীর গতিতে রান তোলা নিয়ে। তবে তামিম যদি এ বিশ্বকাপে রান তুলতে না পারতো তবে সমালোচনা হলে মানানসই হতো। তবে টাইগার সমর্থকেরা আবেগী। তারা চায় সবসময় তামিম চার ছক্কার জোয়ারে ভাসাক।

চলুন দেখে নেয়া যাক কেমন ছিলো এবারের বিশ্বকাপে তামিম ইকবাল খানের পারফরম্যান্স;
ম্যাচ: ৮
ইনিংস: ৮
নট আউট: ০
রান: ২৩৫
সর্বোচ্চ: ৬২
গড়: ২৯.৩৭
স্ট্রাইক রেট: ৭৩.৬৪
হাফ সেঞ্চুরি: ১
সেঞ্চুরি: ০
বাউন্ডারি: ২৫
ওভার বাউন্ডারি: ০

তামিম ইকবালকে তখনি ব্যর্থ বলা যেত যখন তামিম ইকবাল পুরো বিশ্বকাপে ১০০ বা এর বেশি করতে পারতো না। তবে ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা তামিম ইকবাল কি কোনো রান করে নি বিশ্বকাপে? আর অনেকেই আবার তামিমকে দল থেকে বাদ দিতে চাইছেন। সবকিছু ঠিক ধরে নেওয়া যাক, তবে তামিমের বিকল্প খেলোয়াড় কি প্রস্তুত আছে? তামিমের কথা বাদই দিলাম, তার ওপেনিং সঙ্গী হিসেবে কেউ এখনো খাপ খাওয়াতেই পারেনি।

বাংলাদেশ ক্রিকেটের ভক্ত হলে আপনাকে অবশ্যই মানতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলের অনেক বড় একটি সম্পদ। একজন খেলোয়াড়ের ফর্ম সবসময় একরকম থাকে না। তামিম ইকবাল আবারো তার চিরচেনা ফর্মে ফিরে আসবে। শুভ কামনা রইল তামিম ইকবালের জন্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »