https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের পক্ষে বাজি ধরার মত মানুষ হয়তো খুব কমই ছিল। সাবেক নিউজিল্যান্দ তারকা ব্রেন্ডন ম্যাককালাম তো বলেই দিয়েছিলেন বাংলাদেশ দল নাকি কেবল একটি ম্যাচ জিতবে, তাও শ্রীলঙ্কার বিপক্ষে! তবে ম্যাককালামের কথার বিপরীতে অবস্থান নিয়েছিলেন ভারতীয় আকাশ চোপরা। বাংলাদেশ দল সেমি ফাইনাল খেলবেন এমনটাই আশা প্রকাশ করেছিলেন আকাশ।
এদিকে সমালোচকদের জবাবটা ব্যাটে বলে টাইগাররা দিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। ব্যাট হাতে রান পাহাড় গড়ার পর বল হাতেও দুর্দান্ত ছিলেন টাইগার বোলাররা। বাংলাদেশের এমন জয়ের পর সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন টুইট বার্তায় বাংলাদেশকে ডার্ক হর্স হিসেবে আখ্যা দেন।
ভন লেখেন, ‘বাংলাদেশ দল দেখতে একটি দুর্দান্ত ব্যাটিং দল…দক্ষতা ও স্বাধীনতায় পরিপূর্ণ। ভালো অভিজ্ঞতা…… টুর্নামেন্টে ডার্ক হর্স হতে পারে বাংলাদেশ।’
Bangladesh are a fantastic batting team to watch … full of skill and freedom … !!! Experienced as well …. might be the dark horse team of the tournament … !! #CWC19
— Michael Vaughan (@MichaelVaughan) June 2, 2019