বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে উইন্ডিজ!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপের বাকি আর মাত্র সপ্তাহ খানেকের চেয়ে কিছু বেশি সময়। সাবেক কিংবা বর্তমান ক্রিকেটাররা নিজেদের মত ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন বিশ্বকাপ নিয়ে। সেই তালিকায় এবার যুক্ত হলেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন সামি।

সাবেক এই অধিনায়ক বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে বলেন এই আসরে চ্যাম্পিয়ন হবে উইন্ডিজ। শুধু তাই নয় তার ধারনার ভিত হিসেবে তিনি ব্যবহার করেন খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ বাইবেলকে!

সামি বলেন, ‘আমরা বিশ্বকাপ জিতেছি ৪০ বছর আগে। আমি একজন বাইবেল অনুসারী হিসেবে জানি বাইবেলে ৪০ সংখ্যাটি অসংখ্যবার ব্যবহৃত হয়েছে। তাই আমার মতে ঘুরে দাঁড়ানোর এটি সঠিক সময়। এবার একটা কিছু হবে।’

অন্যদিকে সারা বিশ্বে ক্রিকেটের ফেরি করে বেড়ানো ক্রিস গেইল এই বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন সেই খবর আগেই দিয়েচ্ছেন তিনি। তাই সামির মতে ক্রিস গেইল এবার বিশ্বকাপ জেতাবে দলকে। ‘এবারের বিশ্বকাপ উইন্ডিজই জিতবে। ক্রিস গেইল যেহেতু অবসরে যাচ্ছে তাই এই বিশ্বকাপে আলোড়ন সৃষ্টি করতে চাইবে। আমার অনুভূতি তাই বলছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »