https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ- ২০১৯ এর সেমি ফাইনালে উঠে গিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। তবে এবারের বিশ্বকাপের আগে ইংল্যান্ড যে আগুনঝরা ফর্মে ছিলো মাঝখানে তার ভাটা পরে। প্রত্যাশিত ছিলো যে এবারের বিশ্বকাপে ইংল্যান্ড সেমিতে খেলবে তবে মাঝখানে এমন একটি অবস্থা হয় যে ইংল্যান্ডের সেমিতে উঠা শঙ্কায় পড়ে যায়। কিন্তু সে শঙ্কা ঝেড়ে ইংল্যান্ড সেমি নিশ্চিত করে। আর প্রায় ২৭ বছর পর বিশ্বকাপের সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সর্বশেষ ১৯৯২ সালের বিশ্বকাপে সেমি ফাইনালে খেলে ইংল্যান্ড। অর্থাৎ সর্বশেষ ৬টি বিশ্বকাপে ইংল্যান্ড সেমিতে খেলতে পারেনি। ইংল্যান্ড ১৯৭৫-১৯৯২ সালের প্রথম পাঁচটি বিশ্বকাপে টানা সেমি ফাইনাল খেলে। ইংল্যান্ড ৫টি সেমি ফাইনাল খেলে যার ৩টি জয় ও ২টি হারে। এবার ঘরের মাঠে খেলা ইংল্যান্ড কি পারবে সেমি জয় করে ফাইনালে খেলতে? উত্তরটা সময়ই বলে দেবে। তবে এবার দেখে আসা যাক বিশ্বকাপে ইংল্যান্ডের সেমি ফাইনালের রেকর্ড:
১৯৭৫: বিশ্বকাপ প্রথম শুরু হয় ১৯৭৫ এর বিশ্বকাপে। যদিও সেমি ফাইনালকে ফাইনাল পর্যন্ত নিতে পারে নি ইংলিশরা। সেমিতে আজিজের কাছে ৪ উইকেটে হেরে বিদায় নিতে হয়।
১৯৭৯: এটি ছিলো দ্বিতীয় বিশ্বকাপ। প্রথম বিশ্বকাপের ধারাবাহিকতায় সেবারো সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে। তবে প্রথম বিশ্বকাপের মতো ভুল করে নি। এই বিশ্বকাপে সেমিতে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়ে ফাইনালে চলে যায় ইংলিশরা।
১৯৮৩: এই বিশ্বকাপের সেমিতে ভারতের মুখোমুখি হয় ইংল্যান্ড। তবে জিততে পারেনি। ভারতের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নেয় সেমি থেকে।
১৯৮৭: আগের বিশ্বকাপের মতো এই বিশ্বকাপেও সেমিতে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পায় ইংলিশরা। আগেরবারের ভুল এবার করেনি ইংল্যান্ড। ভারতকে ৩৫ রানে হারিয়ে ফাইনালে চলে যায় ইংলিশরা।
১৯৯২: এই বিশ্বকাপ ছিলো চলতি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের কোনো বিশ্বকাপের সেমি ফাইনাল খেলা। সেই বিশ্বকাপে সেমিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে ফাইনালে যায় ইংল্যান্ড।
২৭ বছর পর বিশ্বকাপের সেমি ফাইনালে খেলার সুযোগ পেলো ইংল্যান্ড। নিজেদের মাটিতে খেলা অবশ্যই চাইবে ইংলিশরা সেমিতে জয় নিয়ে ফাইনালে খেলতে। সময়ের সবচেয়ে ভালো একটি দল ইংল্যান্ড। আশা করতেই পারে।
-নাসিফুল হাসান সৌমিক