বিশ্বকাপে আমেরিকার ১৫ ক্রিকেটার, কে কোথায় থেকে এসেছেন!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন টি২০ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলবে আমেরিকার। ফুটবল সহ আরো বহু স্পোর্টসে আমেরিকা দূর্দান্ত দল হলেও ক্রিকেটে দীর্ঘদিন যাবত খেলার পরও এখনো ততটা প্রভাব বিস্তার করতে পারেনি। নিচের সারির দলগুলোর সাথেই খেলতে হয় তাদের।

আমেরিকা ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে বহু আগেই। তবে নিয়মিত ভাবেই ওয়ানডে খেলে তারা। সময়ের সবচেয়ে বেশি আয়োজিত টি২০ ম্যাচেই নিয়মিত খেলা হয় তাদের। আমেরিকার নিজস্ব ক্রিকেটারদের নিয়ে জাতীয় দল গঠন করার মতো পর্যাপ্ত যোগ্য ক্রিকেটার না থাকায় বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়েই জাতীয় দল গঠন করে আমেরিকা।

আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত দলের অধিনায়ক সহ অধিকাংশ ক্রিকেটারই বিভিন্ন দেশ থেকে নাগরিকত্ব সূত্রে আমেরিকার হয়ে খেলছে। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ভারতীয় অ-১৯ দলের সাবেক ক্রিকেটার, যিনি নাগরিকত্ব সূত্রে আমেরিকার হয়ে খেলছেন। সহ অধিনায়ক অ্যারণ জোন্স উইন্ডিজের ক্রিকেটার ছিলেন। এন্ড্রিস গোজ সাউথ আফ্রিকার ক্রিকেটার ছিলেন। নিথিশ কুমার কানাডার ক্রিকেটার ছিলেন। শায়ান জাহাঙ্গীর পাকিস্তানের ক্রিকেটার ছিলেন। স্টিভেন টেইলর উইন্ডিজের ক্রিকেটার ছিলেন।

সবচেয়ে আলোচিত মুখ কোরি এন্ডারসন। যিনি নিউজিল্যান্ডের হয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিন ফরম্যাটে। ওয়ানডেতে দ্রæততম ৩৬ বলে শতকের রেকর্ডও ছিলো বেশ কিছুদিন এন্ডারসনের দখলে। বর্তমানে তিনি আমেরিকার হয়ে খেলছেন।

হারমিত সিংহ ভারতের ক্রিকেটার ছিলেন। মিলিন্দ কুমার ভারতের ক্রিকেটার ছিলেন। একাধিক দলের হয়ে আইপিএলে খেলেছেন তিনি। নিসর্গ কুমার আমেরিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেও তিনিও জন্মসূত্রে ভারতের নাগরিক ছিলেন। শেডলি ভ্যান সাউথ আফ্রিকার ক্রিকেটার ছিলেন।

আরেক আলোচিত পেসার আলী খান শুরু থেকে আমেরিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও তিনি জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক। জেসি সিংহ জন্মসূত্রে আমেরিকান হলেও তার পরিবারের আদি নিবাস ভারতের পাঞ্জাবে।

প্রদীপ কেনজি আমেরিকার জন্মসূত্রে নাগরিক। সৌরভ নেত্রবলকার ভারতের ক্রিকেটার ছিলেন। তবে ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছেন আমেরিকার হয়ে।

আমেরিকার বিশ্বকাপ দল
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারণ জোন্স, এন্ড্রিস গোজ, নিথিশ কুমার, স্টিভেন টেইলর, শায়ান জাহাঙ্গীর, কোরি এন্ডারসন, হারমিত সিংহ, মিলিন্দ কুমার, নিসর্গ কুমার, শেডলি ভ্যান, আলী খান, জেসি সিংহ, প্রদীপ কেনজি ও সৌরভ নেত্রবলকার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »