“বিশ্বকাপের স্বপ্নসারথিরা” পর্ব-৫ “মাশরাফি বিন মর্তুজা”

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেটের এক মহানায়ক।আসন্ন বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিবেন তিনি।বলা হয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এখন পর্যন্ত সেরা অধিনায়ক তিনি।বাংলাদেশ ক্রিকেট দলের একজন অভিভাবকও তিনি।দেড় যুগের বেশি সময় ধরে বাংলাদেশ দলের পেস আক্রমনের নেতা হয়ে সামলাচ্ছেন পেস আক্রমণ। আসন্ন বিশ্বকাপ দিয়ে নিজের ক্যারিয়ারের চতুর্থ ও শেষ বিশ্বকাপ খেলতে মাঠ নামবেন তিনি। মাশরাফির নেতৃত্বে শেষ ৫-৬ বছর ধরে বাংলাদেশ দলটি অপ্রতিরোধ্য। মাশরাফি জানেন কিভাবে দলের প্লেয়ারদের উজ্জীবিত করে তাদের কাছ থেকে সেরা টুকু বের করে নিয়ে আসতে হয়।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল তার নেতৃত্বে ভাল করবে এই বিশ্বাস সবারই আছে।

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিউজক্রিকেট টুয়েন্টিফোর এর মুখামুখি হয়ে মাশরাফি জানিয়েছেন এবারের বিশ্বকাপে নিজের এবং দলের স্বপ্নের কথা।
মাশরাফির বিশ্বাস আছে বাকী ১৪ জনের প্রতি।
মাশরাফি মনে করেন সবাই নিজ নিজ জায়গা থেকে জ্বলে উঠতে পারলে বিশ্বকাপ জয়ও সম্ভব। দেশবাসীর কাছে দোয়া চেয়ে মাশরাফি বলেনঃ
আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী লড়াই করে যাবো।আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের প্রত্যাশা পূরন করতে পারি।ইনশাআল্লাহ ভাল কিছু উপহার দিবো এই বিশ্বকাপে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »