“বিশ্বকাপের স্বপ্নসারথিরা” পর্বঃ ৩ (সৌম্য সরকার)

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দরজায় কড়া নাড়ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯।আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে ১৫ জন স্বপ্নসারথি নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে টাইগার্স স্বপ্নবাজরা।

আসন্ন বিশ্বকাপের স্কোয়াডের ১৫ জন স্বপ্নসারথিকে নিয়ে নিউজ ক্রিকেট টুয়েন্টিফোরের ধারাবাহিক আয়োজন ” বিশ্বকাপের স্বপ্নসারথিরা ” এর ৩য় পর্বে আজ থাকছে বিশ্বকাপের মঞ্চে ২য় বারের মতো সুযোগ পাওয়া ক্রিকেটার “সৌম্য সরকার”

সৌম্য সরকারঃ আসন্ন বিশ্বকাপে তামিমের সাথে ইনিংস উদ্বোধনের জন্য এবারও ভরসা রাখা হয়েছে ওপেনার সৌম্য সরকারের উপর।সৌম্য সরকারের সাম্প্রতিক ফর্ম বিশ্বকাপে বজায় থাকলে সৌম্য থেকে
আসন্ন বিশ্বকাপে ভাল কিছু পাওয়ার প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।বাংলাদেশ দলের তরুন এই ওপেনারের সামর্থ্য আছে নিজের সেরা একটি দিনে প্রতিপক্ষ বোলারদের নাকানিচুবানি খাওয়ানোর।
মোটামুটি ভাল প্রস্তুতি নিয়ে ইংল্যান্ড গেছেন সৌম্য।
ঢাকা প্রিমিয়ার লীগ ও ত্রিদেশীয় সিরিজে ধারাবাহিক ভাবে রান করেছেন।আর তাই বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান এই ওপেনার।
বিশ্বকাপ নিয়ে সৌম্যর নেই বিশেষ কোন লক্ষ্য।
দলের জয়ে ভুমিকা রাখতে পারলেই খুশি তিনি।
বিশ্বকাপ খেলতে ফলে দেশ ছাড়ার আগে নিউজ ক্রিকেট টুয়েন্টিফোরকে বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে সৌম্য জানানঃ আপনাদের দোয়ায় আবারও বিশ্বকাপ খেলতে যাচ্ছি।গত বিশ্বকাপে তেমন অভিজ্ঞতা নিয়ে যেতে পারিনি, এবার অন্তত কিছুটা হলেও অভিজ্ঞতা সঙ্গে নিয়ে যেতে পারছি।এটা আমাকে কাজে দিবে।বিশ্বকাপ খেলা সবার জন্য স্বপ্নের,সেই স্বপ্নটা আমার দ্বিতীয় বারের মতো পূরণ হচ্ছে।তাই এবার দলকে গতবারের তুলনায় আরো ভাল কিছু উপহার দিতে চাই।ব্যক্তিগত কোন লক্ষ্য নেই আমার আপাতত।
তবে চাই ব্যাট হাতে ভাল করতে আর দলের জয়ে ভুমিকা রাখতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »