বিশ্বকাপের সেরা ১০ রান সংগ্রাহকের তালিকা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

গতকাল পর্দা নামলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ এর। নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুললো ইংল্যান্ড। ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ড কিন্তু কখনো ইংল্যান্ড শিরোপা ঘরে তুলতে পারে নি। কিন্তু গতকাল সে খরা কাটলো ইংলিশরা। এবারের বিশ্বকাপে ব্যাটে অনেক রানের ফুলঝুড়ি ছিলো।

এ পর্যায়ে আপনাদের দেখাবো এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ- ২০১৯ এর সেরা ১০ ব্যাটসম্যানদের তালিকা ও তাদের পরিসংখ্যান:

১. রোহিত শর্মা ( ভারত ):
ম্যাচ: ৯
ইনিংস: ৯
নট আউট: ১
রান: ৬৪৮
সর্বোচ্চ: ১৪০
গড়: ৮১.০০
স্ট্রাইক রেট: ৯৮.৩৩
হাফ সেঞ্চুরি: ১
সেঞ্চুরি: ৫
ডাক: ০
বাউন্ডারি: ৬৭
ওভার বাউন্ডারি: ১৪

২. ডেভিড ওয়ার্নার ( অষ্ট্রেলিয়া ):
ম্যাচ: ১০
ইনিংস: ১০
নট আউট: ১
রান: ৬৪৭
সর্বোচ্চ: ১৬৬
গড়: ৭১.৮৮
স্ট্রাইক রেট: ৮৯.৩৬
হাফ সেঞ্চুরি: ৩
সেঞ্চুরি: ৩
ডাক: ০
বাউন্ডারি: ৬৬
ওভার বাউন্ডারি: ৮

৩. সাকিব আল হাসান ( বাংলাদেশ ):
ম্যাচ: ৮
ইনিংস: ৮
নট আউট: ১
রান: ৬০৬
সর্বোচ্চ: ১২৪*
গড়: ৮৬.৫৭
স্ট্রাইক রেট: ৯৬.০৩
হাফ সেঞ্চুরি: ৫
সেঞ্চুরি: ২
ডাক: ০
বাউন্ডারি: ৬০
ওভার বাউন্ডারি: ২

৪. কেইন উইলিয়ামসন ( নিউজিল্যান্ড ):
ম্যাচ: ১০
ইনিংস: ৯
নট আউট: ২
রান: ৫৭৮
সর্বোচ্চ: ১৪৮
গড়: ৮২.৫৭
স্ট্রাইক রেট: ৭৪.৯৬
হাফ সেঞ্চুরি: ২
সেঞ্চুরি: ২
ডাক: ০
বাউন্ডারি: ৫০
ওভার বাউন্ডারি: ৩

৫. জো রুট ( ইংল্যান্ড ):
ম্যাচ: ১১
ইনিংস: ১১
নট আউট: ২
রান: ৫৫৬
সর্বোচ্চ: ১০৭
গড়: ৬১.৭৭
স্ট্রাইক রেট: ৮৯.৫৩
হাফ সেঞ্চুরি: ৩
সেঞ্চুরি: ২
ডাক: ০
হাফ সেঞ্চুরি: ৪৮
ওভার বাউন্ডারি: ২

৬. জনি বেরিস্টো ( ইংল্যান্ড ): ম্যাচ: ১১ ইনিংস: ১১ নট আউট: ০ রান: ৫৩২ সর্বোচ্চ: ১১১ গড়: ৪৮.৩৬ স্ট্রাইক রেট: ৯২.৮৪ হাফ সেঞ্চুরি: ২ সেঞ্চুরি: ২ ডাক: ২ বাউন্ডারি: ৬৭ ওভার বাউন্ডারি: ১১।

৭. অ্যারোন ফিঞ্চ ( অষ্ট্রেলিয়া ): ম্যাচ: ১০ ইনিংস: ১০ নট আউট: ০ রান: ৫০৭ সর্বোচ্চ: ১৫৩ গড়: ৫০.৭০ স্ট্রাইক রেট: ১০২.০১ হাফ সেঞ্চুরি: ৩ সেঞ্চুরি: ২ ডাক: ১ বাউন্ডারি: ৪৭ ওভার বাউন্ডারি: ১৮।

৮. বাবর আজম ( পাকিস্তান ): ম্যাচ: ৮ ইনিংস: ৮ নট আউট: ১ রান: ৪৭৪ সর্বোচ্চ: ১০১* গড়: ৬৭.৭১ স্ট্রাইক রেট: ৮৭.৭৭ হাফ সেঞ্চুরি: ৩ সেঞ্চুরি: ১ ডাক: ০ বাউন্ডারি: ৫০ ওভার বাউন্ডারি: ২।

৯. বেন স্টোকস ( ইংল্যান্ড ): ম্যাচ: ১১ ইনিংস: ১০ নট আউট: ৩ রান: ৪৬৫ সর্বোচ্চ: ৮৯ গড়: ৬৬.৪২ স্ট্রাইক রেট: ৯৩.১৮ হাফ সেঞ্চুরি: ৫ সেঞ্চুরি: ০ ডাক: ০ বাউন্ডারি: ৩৮ ওভার বাউন্ডারি: ১১।

১০. জেসন রয় ( ইংল্যান্ড ): ম্যাচ: ৮ ইনিংস: ৭ নট আউট: ০ রান: রান: ৪৪৩ সর্বোচ্চ: ১৫৩ গড়: ৬৩.২৮ স্ট্রাইক রেট: ১১৫.৩৬ হাফ সেঞ্চুরি: ৪ সেঞ্চুরি: ১ ডাক: ০ বাউন্ডারি: ৫১ ওভার বাউন্ডারি: ১২।

আরো অনেকেই রয়েছেন যারা তাদের সেরা পারফর্ম্যান্স দেখিয়েছেন তবে এরা বাকিদের ছাপিয়ে সেরা ১০ এ স্থান করে নিয়েছেন। এই তালিকায় আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন।

-নাসিফুল হাসান সৌমিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »