নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক ইংল্যান্ড। রবিবার হোম অব ক্রিকেট লন্ডনের দ্য লর্ডসে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪১ রান তুলে নিউজিল্যান্ড। জবাবে নির্ধারিত ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে সমান সংখ্যক রান করে ম্যাচ টাই করে ইংল্যান্ড।
ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত ফাইনাল ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারেও ১৫-১৫ রান করে ম্যাচ টাই হলেও বাউন্ডারির হিসেবে জয়ী হয় ইংল্যান্ড।
এরআগে তিনবার ফাইনালে হারের পর, চতুর্থবারের চেষ্টায় শিরোপার আক্ষেপ ঘুচালো ইয়ন মর্গান বাহিনী। ক্রিকেটর জনক ইংল্যান্ড দ্বাদশ বিশ্বকাপের শিরোপা ঘরে তুললেও টানা দ্বিতীয় ফাইনালে উঠেও শিরোপা জয়ে ব্যর্থ নিউজিল্যান্ড।
১৯৯৬ সালে শ্রীলঙ্কার পর প্রথম নতুন চ্যাম্পিয়ন পেল ক্রিকেট বিশ্ব। আর সব মিলিয়ে ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। এই তালিকায় সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ ও ভারত ঘরে শিরোপা গেছে দু’বার করে। আর একবার করে শিরোপা জিতেছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
তাহলে চলুন দেখে নেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপের রোল অব অনার;
রোল অব অনার:
প্রথম আসর (১৯৭৫);
স্বাগতিক: ইংল্যান্ড
চ্যাম্পিয়ন: ওয়েস্ট ইন্ডিজ
রানার্সআপ: অস্ট্রেলিয়া
ফলাফল: ১৭ রানে জয়ী।
দ্বিতীয় আসর (১৯৭৯);
স্বাগতিক: ইংল্যান্ড
চ্যাম্পিয়ন: ওয়েস্ট ইন্ডিজ
রানার্সআপ: ইংল্যান্ড
ফলাফল: ৯২ রানে জয়ী।
তৃতীয় আসর (১৯৮৩);
স্বাগতিক: ইংল্যান্ড
চ্যাম্পিয়ন: ভারত
রানার্সআপ: ওয়েস্ট ইন্ডিজ
ফলাফল: ৪৩ রানে জয়ী।
চতুর্থ আসর (১৯৮৭);
স্বাগতিক: ভারত-পাকিস্তান
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
রানার্সআপ: ইংল্যান্ড
ফলাফল: ০৭ রানে জয়ী।
পঞ্চম আসর (১৯৯২);
স্বাগতিক: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
চ্যাম্পিয়ন: পাকিস্তান
রানার্সআপ: ইংল্যান্ড
ফলাফল: ২২ রানে জয়ী।
ষষ্ঠ আসর (১৯৯৬);
স্বাগতিক: ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা
চ্যাম্পিয়ন: শ্রীলঙ্কা
রানার্সআপ: অস্ট্রেলিয়া
ফলাফল: ৭ উইকেটে জয়ী।
সপ্তম আসর (১৯৯৯);
স্বাগতিক: ইংল্যান্ড
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
রানার্সআপ: পাকিস্তান
ফলাফল: ৮ উইকেটে জয়ী।
অষ্টম আসর (২০০৩);
স্বাগতিক: দক্ষিণ আফ্রিকা
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
রানার্সআপ: ভারত
ফলাফল: ১২৫ রানে জয়ী।
নবম আসর (২০০৭);
স্বাগতিক: ওয়েস্ট ইন্ডিজ
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
রানার্সআপ: শ্রীলঙ্কা
ফলাফল: ৫৩ রানে জয়ী।
দশম আসর (২০১১);
স্বাগতিক: বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা
চ্যাম্পিয়ন: ভারত
রানার্সআপ: শ্রীলঙ্কা
ফলাফল: ৬ উইকেটে জয়ী।
একাদশ আসর (২০১৫);
স্বাগতিক: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
রানার্সআপ: নিউজিল্যান্ড
ফলাফল: ৭ উইকেটে জয়ী।
দ্বাদশ আসর (২০১৯);
স্বাগতিক: ইংল্যান্ড
চ্যাম্পিয়ন: ইংল্যান্ড
রানার্সআপ: নিউজিল্যান্ড
ফলাফল: ম্যাচ ও সুপার ওভার টাই, বাউন্ডারিতে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন।