https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
গুগল। ইন্টারনেট জগতে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসেবে সবার কাছে পরিচিত এক নাম গুগল। অনলাইন জগতে যখন যা দরকার খুঁজে নেয়া হয় গুগল সার্চ করেই। ফলে সারা বিশ্বে জনপ্রিয়তার দিক থেকেও শীর্ষে রয়েছে গুগল। আর এই গুগলের বর্তমান প্রধান নির্বাহী সুন্দর পিচাই। জন্মসূত্রে ভারতীয় হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসবেই পরিচিত তিনি।
নিজ দেশ ভারত থেকে দূরে থাকলেও ক্রিকেটের খবরটা বেশ ভালোই রাখেন পিচাই। ফলে চলমান বিশ্বকাপ নিয়ে এতদিন কোনো কথা না বললেও এবার আর চুপ থাকতে পারলেন না তিনি। জানিয়ে দিলেন নিজের জন্মস্থান ভারতকেই এবারের বিশ্বকাপে ফাইনালে দেখতে চান তিনি। পাশপাশি প্রতিপক্ষজ হিসেবে চাইলেন স্বাগতিক ইংল্যান্ডকে।
সম্প্রতি গ্লোবাল লিডারশীপের পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে তিনি বলেন, ‘ক্রিকেট বিশ্বকাপ চলছে। এই বিশ্বকাপের ফাইনালটা হওয়া উচিত ভারতের সাথে ইংল্যান্ডের। কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড খুবই শক্ত প্রতিপক্ষ সেতা আপনারা জানেন। ভালো করার জন্য ভারতের কাছে দারুণ একটি টুর্নামেন্ট এটি। তবে এতে বেশ ঝুঁকিও রয়েছে।’