নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ২০২৩। টুর্নামেন্টকে সামনে রেখে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
প্রকাশিত তালিকায় নাম আছে বাংলাদেশের আতহার আলী খানের। তালিকায় আরও রয়েছেন রিকি পন্টিং, নাসের হুসেইন, শেন ওয়াটসন ও ইয়ান বিশপদের মতো তারকারা। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, রিকি পন্টিং ও ইয়ন মরগ্যান আইসিসি টিভিতে ধারাভাষ্য দেবেন।
রিকি পন্টিং ও মরগ্যানদের পাশাপাশি থাকবেন শেন ওয়াটসন, লিসা স্থালেকার, রমিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনিল গাভাস্কার ও ম্যাথু হেইডেনরা।
ধারাভাষ্য কক্ষে থাকবেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, শন পোলক, আঞ্জুম চোপড়া, মাইকেল আথারটনদের। তাদের সঙ্গে যোগ দেবেন সিমন ডুল, এমপুমেলেলো বাঙ্গওয়া, সঞ্জয় মাঞ্জরেকার, ক্যাটি মার্টিন, দিনেশ কার্তিক, ডার্ক নেনেস, স্যামুয়েল বদ্রি ও রাসেল আরনল্ড