বিশ্বকাপের টিকিট ছাড়ার সময় জানিয়েছে আইসিসি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপের সূচি পরিবর্তনের পর এবার বিশ্বকাপের টিকিট ক্রয়ের দিনক্ষণ জানিয়ে দিয়েছে আইসিসি। ২৫ আগস্ট থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করা হবে। আর ১৬ দিন পর থেকেই বিশ্বকাপে নিজেদের পছন্দের দলের খেলা দেখার জন্য  টিকিট কিনতে পারবেন দর্শকরা।

তবে অনলাইনে টিকিট কাটার জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আগামী ১৫ আগস্টের মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইট https://www.cricketworldcup.com/  গিয়ে নাম ‘রেজিস্টার’ করতে হবে। টিকিটের চাহিদা ওপর ভিত্তি করেই টিকিট বিক্রি শুরু হবে। অনলাইনে টিকিট কিনলেও দর্শকদের ছাপা টিকিট সংগ্রহ করতে হবে বলে আইসিসি আগেই জানিয়েছিল।

২৫ আগস্ট থেকে শুরু হবে ভারত ছাড়া অন্য দলের প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি। গুয়াহাটি ও তিরুভানান্তপুরমে ভারতের যে প্রস্তুতি ম্যাচ রয়েছে, তার টিকিট বিক্রি শুরু করা হবে ৩০ আগস্ট থেকে।

বিভিন্ন কেন্দ্রে টিকিটের দামও ভিন্ন হবে। মুম্বাই বা চেন্নাইয়ে টিকিটের দাম যেমন থাকবে, কলকাতায় টিকিটের দাম তেমন থাকবে না। ৬৫০ রুপি থেকে ৩০০০ রুপির মধ্যে কলকাতার ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে।

সিএবি কর্তারা জানিয়েছেন সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখেই টিকিটের দাম নির্ধারিত হয়েছে। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচের টিকিটের দাম সবচেয়ে কম।

তবে এত অল্প দামে বিশ্বকাপের বাকি চারটি ম্যাচ দেখা যাবে না। পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম সমান।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »