বিশ্বকাপের চেয়ে টাকাকে গুরুত্ব দিয়েছিলেন ডি ভিলিয়ার্স

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

চলমান বিশ্বকাপে সুবিধাজনক অবস্থানে নেই দক্ষিণ আফ্রিকা। আসরে নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে ব্যাক ফুটে রয়েছে তারা। এর মধ্যেই ক্রিকেট পাড়ায় চাউর হয় দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলার ইচ্ছা পোষণ করেছিলেন মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

কেউ কেউ ডি ভিলিয়ার্সের এই ইচ্ছাকে সাধুবাদ জানালেও সমালোচনাও কম হয়নি। জাতীয় দলের হয়ে না খেলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলার জন্য বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজ খেলেননি তিনি। দলটির নির্বাচক ভিলিয়ার্সকে দলে যোগ দেয়ার অনুরোধ করলেও সেটি রাখেননি। কিন্তু দল ঘোষণার আগের দিন তার বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করায় তাকে এক হাত নিয়েছেন সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার।

শোয়েব আখতার বলেন, ‘অবসর ভেঙে বিশ্বকাপে ডি ভিলিয়ার্স খেলতে চেয়েছে এটা অনেক বড় ব্যাপার। তবে বিশ্বকাপে দলের অবস্থা যখন নাজুক তখন এমন কথা উচিত নয়। বিশ্বকাপে সে অনেক চাপে ছিল এর জন্য তাকে বিসর্জন দিতে হত আইপিএল ও পিএসএল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবে বলেই সে জাতীয় দল থেকে অবসর নিল। বিশ্বকাপ থেকে সরিয়ে নিল নিজেকে।’

ডি ভিলিয়ার্স এতসব শুধু টাকার জন্যই করেছেন বলে মন্তব্য করেন এই গতি তারকা। ‘অবসরে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারন ছিল টাকা। পুরো ব্যাপারটাই ছিল টাকার জন্য। অবসরের সময় তার সামনে দুইটি বিশ্বকাপ ছিল (চলমান বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপ)। দক্ষিণ আফ্রিকার এই দুঃসময়ে তাকে দলের জন্য খুব প্রয়োজন ছিল। ‘

‘টাকা আজ নাহয় কাল আসবেই। কিন্তু টাকা উপার্জনের জন্য বিশ্বকাপ বাদ দেয়ার ব্যাপারটি আমি মেনে নিতে পারছি না।’– বলেন শোয়েব

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »