https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপে বাছাই পর্বের বাধা উৎরে মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পায় আফগানিস্তান। বিশ্বকাপে অংশ নেয়া দশ দলের মধ্যে শক্তির বিচারে সবচেয়ে পিছিয়েই ছিল আফগানরা। তবে মাঠে নামার আগে দলটির বড় তারকা রশিদ খান সহ অন্যান্য ক্রিকেটাররাও হুঙ্কার দিয়েছিলেন বড় দলগুলোকে নিয়ে।
তবে বিশ্বকাপের বাস্তবতা আসলে কী সেটা বেশ ভালোভাবেই টের পাচ্ছে তারা। এখন পর্যন্ত নিজেদের কোটার ৮টি ম্যাচ খেলে জয়শূন্য থাকা দলটি রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। বিশ্বকাপের ৩১তম ম্যাচে সাউদাম্পটনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হারের পর নতুন এক লজ্জার রেকর্ডে জিম্বাবুয়ের পাশে নাম লেখিয়েছিল আফগানিস্তান। এবার পাকিস্তানের বিপক্ষে হেরে এক বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ হারের রেকর্ডে সবাইকে ছাপিয়ে গেছে আফগানরা।
এর আগে বিশ্বকাপের আসরে অংশ নিয়ে সবচেয়ে বেশি ম্যাচ হারা দলের নাম জিম্বাবুয়ে। ১৯৯২ সালের বিশ্বকাপে মোট ৮ ম্যাচে খেলে জিম্বাবুয়ে হেরেছিল ৭ ম্যাচে। তাদের একমাত্র জয়টি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। এদিকে আফগানিস্তানও এবারের বিশ্বকাপে ৮ ম্যাচ হেরে ছাড়িয়ে গেছে জিম্বাবুয়ের করা ৭ ম্যাচ হারের রেকর্ডকে। পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ম্যাচ হারের পর প্রথম পর্বের ম্যাচগুলোর মধ্যে আফগানিস্তান খেলবে আরও একটি ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে উইন্ডিজ।