বিশ্বকাপের অর্থ বুঝে পাচ্ছেন সাকিব-তামিমরা

নিউজ ডেস্ক »

বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় ১০-১১ মাস গেলেও এখনো পাওনা টাকা বুঝে পাননি ক্রিকেটাররা।তবে ক্রিকেটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াবের) হস্তক্ষেপের পর সেই টাকা দ্রুতই পেতে যাচ্ছে ক্রিকেটাররা এমনটাই জানিয়েছেন কোয়াব সভাপতি নাঈমুর রহমান দূর্জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে প্রায় বড় অংকের টাকা পেতেন খেলোয়াড়েরা। আর সেটি আদায়ের উদ্যোগ নেওয়ায় তাই কোয়াব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন তামিম ইকবাল।

২০১৯ সালের ৫ ই জুলাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়েছিলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন।সেখানে প্রতিটি ম্যাচ জয়ের জন্য বরাদ্দ ছিলো ৪০ হাজার ইউএস ডলার। সে হিসেবে ৩ ম্যাচ জয়ের ফলে বাংলাদেশের খেলোয়াড়দের পাওয়ার কথা ১ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এবং কোয়াব সভাপতি নাঈমুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘ওদের টাকা আদায়ের ব্যাপারে আমরা কোয়াবেত পক্ষ থেকে বোর্ডের সাথে আলোচনা করেছিলাম। এরপরই বোর্ড থেকে ফোনে ওরা টাকা প্রাপ্তির নিশ্চয়তা পায়।আর এরপর ই গত ৯ মে অনলাইনে হওয়া কোয়াব কার্যনির্বাহী কমিটির সব শেষ সভায় ওয়ানডে অধিনায়ক তামিম আমাদের ধন্যবাদ জানিয়েছে।

তবে এরপর ই আবার অন্য খাতে ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দিতে বোর্ড আপত্তি জানায়। সেখানে আমরা মধ্যস্ততায় কথা বলি। আইসিসি এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত সব শেষ এমপিএ অ্যাগ্রিমেন্টে সেটিই নিশ্চিত করেছিল সংস্থাটি। তাই সেখান থেকেও অর্থ পাওনা ছিল ক্রিকেটারদের।’

প্রাইজমানির শতকরা ১০ ভাগ ক্রিকেটারদের জন্য বরাদ্দ থাকে। যা বোর্ডের অ্যাকাউন্টে জমা হওয়ার ১৪ দিনের মধ্যেই ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়ার কথা বলা আছে এমপিএ অ্যাগ্রিমেন্টেও। তবে বিশ্বকাপের পর ১০-১১ মাস পার হয়ে গেলেও সেটির কোনো খোঁজ ছিল না। সে টাকার ব্যাপারে সঠিক পাওনা আদায়ে কথা বলতেই মূলত কোয়াবের হস্তক্ষেপ।

তবে কোয়াব সভাপতি জানিয়েছে সব আলোচনা শেষ এবং বিসিবিও বুঝতে পেরেছে। তাই ঈদের পর সবকিছু খুলা মাত্রই খেলোয়াড়দের একাউন্টে টাকা পৌছে যাবে। খেলোয়াড়েরা প্রায় ২ কোটি টাকার মতোন পাচ্ছেন।

বাংলাদেশ সময়ঃ ৫:৫০ পিএম

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »