মারুফ ইসলাম ইফতি »
অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা।পাকিস্তানের বিপক্ষে আগামী চার মাসে তিন ধাপে সিরিজ খেলবে বাংলাদেশ,আর সেটার ফলশ্রুতিতে প্রথম ধাপে টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তানের মোকাবেলা করতে আজ রাতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে তামিম-রিয়াদরা।
জানা গেছে সরাসরি পাকিস্তান যাওয়ার ফ্লাইট না থাকায় বাংলাদেশ বিমানের বিশেষ ভাড়া করা চাটার্ড ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা।আজ রাত বাংলাদেশ সময় ৮:০০
টাইগারদের বহন করা বিমানটি পাকিস্তানের লাহোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।প্রায় সাড়ে তিন ঘন্টার এই যাত্রা শেষে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় লাহোরে পৌঁছানোর কথা বাংলাদেশের।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ জানুয়ারি স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টুয়েন্টি ম্যাচ দুটি একই ভেন্যুতে আগামী ২৫ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।২৭ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ খেলে ২৮ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে টাইগারদের।
উল্লেখ্য, যে নিরাপত্তা ইস্যু নিয়ে দুদলের সিরিজে এত নাটকিয়তার জন্ম দিয়েছিল সেই নিরাপত্তা ইস্যুকে যথেষ্ট গুরুত্বসহকারে নিয়ে বাংলাদেশ দলের জন্য কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে পাকিস্তান সরকার।
জানা গেছে এই সফরে বাংলাদেশ দলের নিরাপত্তার কাজে নিয়জিত থাকবে ১০ হাজার পুলিশ, ১৭ এসপি, ৪৮ ডিএসপি, ১৩৪ ইনসপেক্টর এবং ৫৯২ জন অধস্তন নিরাপত্তাকর্মী।