নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় দলের বাহিরে থাকা মোহাম্মদ আশরাফুল জাতীয় দলে ফিরতে মরিয়া। তাই তো নিজেকে এনসিএলে প্রমাণ করতে প্রস্তুত তিনি। তবে এনসিএলে খেলতে হলে বিসিবির দেওয়া মানদণ্ড বিপ টেস্টে ১১ পয়েন্ট পেতে।
যা প্রথম দফায় (১ অক্টোবর) তিনি বিপ টেস্টে ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের আশার ফুল আশরাফুল। পেয়েছিলেন ৯.৭ পয়েন্ট। তবে আশরাফুল সহ ব্যর্থ হওয়া সকল ক্রিকেটারেরই সুযোগ ছিলো দ্বিতীয় দফায় বিপ টেস্টে দেওয়ার।
আজ দ্বিতীয় দফায় বিপ টেস্টেও আশরাফুল ছুঁতে পারেন নি বিসিবির দেওয়া মানদণ্ড নূন্যতম ১১ পয়েন্ট। তবে প্রথম বারের থেকে ভালোই করেছেন তিনি,আজ তার ১০ পয়েন্ট।
তবে আশরাফুল ১০ পয়েন্ট নিয়েই জাতীয় লীগ ‘এনসিএল’ খেলার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ বিবেচনায়(বিসিবি) এবারের আসরে বরিশালের হয়ে প্রথম রাউন্ড থেকেই তিনি খেলতে পারবেন। মূলত অভিজ্ঞতার বিচারে এগিয়ে আছেন বলেই ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে।
উল্লেখ্য, ২০০০-২০০১ মৌসুমে ঢাকা মেট্রোর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় আশরাফুলের। পরে দলে বদলালেও ছিলেন ঢাকাতেই। ঢাকা বিভাগের হয়ে খেলেছেন ২০১১ সাল পর্যন্ত। এরপর আবার ঢাকা মেট্রোর হয়ে খেলেন তিনি,তবে এবারই প্রথম ঢাকার বাইরে বরিশালের হয়ে আশরাফুল।
প্রথম দফায় বিপ টেস্টে উত্তীর্ণ হতে না পারায় আশরাফুলকে দল থেকে বাদ দিয়ে দেয় ঢাকা মেট্রো। পরে অবশ্য বরিশাল বিভাগীয় দলে সুযোগ মিলেছে তার। এজন্য বরিশালকে ধন্যবাদ জানাতে ভুলেন নি আশরাফুল।