বিশাল আর্থিক সঙ্কটে ক্রিকেট অস্টেলিয়া, ৮০ ভাগ কর্মী ছাটাই

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বজুড়ে চলচে লকডাউন। মাঠে ক্রিকেট না গড়ানোয় আর্থিক ক্ষতির সম্মুখীন বিশ্বের সকল ধনী ক্রিকেটবোর্ড। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তাদের জমানো টাকা থেকে কর্মীদের বেতন দিচ্ছে। তবে আর্থিক ক্ষতি কিছুটা কমাতে তাদের ৮০ শতাংশ কর্মীদের সাময়িক ছুটিতে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ৩০ জুন পর্যন্ত ছুটিতে থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ৮০- ভাগ কর্মী। তবে এই সময়ে তারা বেতনের মাত্র ২০ শতাংশ পাবেন।

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘লকডাউনের ফলে ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ক্রিকেট। তবে আমরা সাবধানে এবং সক্রিয়ভাবে এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। সরকারের বিভিন্ন বিভাগের অনুমতি নিয়ে খুব শীঘ্রই কাজে ফিরব।‘ 

এর আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের বেতনের অর্ধেক কর্তনের সুপারিশ করেছে আর্থিক ক্ষতি পুষাতে। ক্রিকেটাররাও এতে সায় দিয়েছে।

নিউজ ক্রিকেট / এম এস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »