https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে এর আগে কখনও এত ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়নি। আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরে ইতোমধ্যে পরিত্যক্ত ম্যাচের সংখ্যা গিয়ে ঠেকেছে তিনে। যেখানে সব শেষ সংযোজন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি।
বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচের টস পর্যন্ত মাঠে না গড়ালেও দর্শকরা গ্যালারি দখল করে ছিলেন ঠিকই। যেখানে আবার অধিক সংংখ্যকই ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্ত। ম্যাচের টিকিটের মূল্য ধরা হয়েছিল বাংলাদেশী মুদ্রায় ২০০০ টাকা। এত চরা মূল্যে টিকিট কেটে খেলা দেখতে না পারায় হতাশায় ডুবেছেন দর্শকরা।
আর দর্শকদের সেই হতাশার কথা ভেবেই আইসিসি হেঁটেছে বিফলে মূল্য ফেরত দেয়ার পথে। অর্থাৎ যারা পকেটের পয়সা খরচ করে টিকিট কেটেও খেলা দেখতে পারেননি তারা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই ফেরত পাবেন টিকিটের অর্থ। আইসিসির এই অভিনব উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছন।