বিফলে বিলিংসের অভিষেক শতক, হ্যাজেলউড-জাম্পাতে অজিদের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ম্যানচেস্টারে প্রথম ওয়ানডেতে অজিদের কাছে ২৫ রানে হেরেছে ইংলিশরা। ২৯৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ইংলিশ ব্যাটসম্যানদের উপর চড়াও হয় স্টার্ক-হ্যাজেলউডরা। মাত্র ৫৭ রানেই ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। ৫ম উইকেটে বেয়ারস্টো-বিলিংসের ১১৩ রানের জুটিতে আবারো জয়ের স্বপ্ন দেখলেও ব্যক্তিগত ৮৪ রান করে জাম্পার শিকার হয়ে বেয়ারস্টো ফিরলে আবারো ব্যাকফুটে চলে যায় ইংলিশরা। মঈন আলী, ওকসরা যোগ্য সঙ্গ দিতে না পারলে একা হাতে শেষ পর্যন্ত জয়ের জন্য লড়াই করেন স্যাম বিলিংস। তবে নিজের ব্যক্তিগত অভিষেক শতকের দিনে পরাজয় নিয়েই মাঠে ছাড়েন তিনি। ৫০ তম ওভারের শেষ বলে আউট হবার আগে ১৪ চার ও ২ ছক্কায় করেন ১১০ বলে ১১৮ রান। অজিদের পক্ষে হ্যাজেলউড ১০ ওভারে ৩ মেইডেন সহ ২৬ রানে ৩ টি ও ১০ ওভারে ৫৫ রানে ৪ উইকেট শিকার করেন এডাম জাম্পা।

এর আগে শুরুটা মোটেও ভালো হয়নি অজিদের। পাওয়ারপ্লেতেই দুই ওপেনার ওয়ার্নার ও অধিনায়ক ফিঞ্চের উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। স্টোয়েনিস এক প্রান্তে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও ৩৪ বলে ৪৪ রানে স্টোয়েনিস বিদায় নিলে আর্চার-উড-রাশিদ ত্রয়োর বোলিংয়ে ১২৩ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া।

৬ষ্ঠ উইকেটে মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলের ১১৯ বলে ১২৬ রানের অনবদ্য জুটিতে দারুনভাবে ম্যাচে কামব্যাক করে অজিরা। দু’জনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ম্যাক্সওয়েলের ৪ চার ও ৪ ছক্কায় ৫৯ বলে ৭৭, মিচেল মার্শের ১০০ বলে ৭৩ ও শেষ দিকে স্টার্কের ১২ বলে ১৯ রানে ভর করে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৯৫ রানের চ্যালেঞ্জিং স্কোর করে অজিরা।

ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার ১০ ওভারে ৫৭ রানে ও মার্ক উড নেন ১০ ওভারে ৫৪ রানে নেন ৩টি করে উইকেট। এছাড়া আদিল রাশিদ ১০ ওভারে ৫৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।

প্রথম ওয়ানডে জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অজিরা। আগামী ১৩ই সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দু’দল।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »