বিপ টেস্টে এনামুল হক জুনিয়রের জয়জয়কার!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

১০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় লীগ। আর এ টুর্নামেন্টকে সামনে রেখে বিসিবি কিছুটা কঠোর হয়েছে, ফিটনেসের দিকেই মূল লক্ষ্য তাদের। জাতীয় লীগ খেলতে হলে প্রতিটি ক্রিকেটারকে বিপ টেস্টে নূন্যতম ১১ পয়েন্ট পেতে হবে। যদিও গত মৌসুমে ৯ পেলেই বিপ টেস্টে কৃতকার্য হতেন ক্রিকেটাররা।

আজ (১ অক্টোবর) বিপ টেস্টের ঢাকা পর্বের ফলাফল প্রকাশ করা হয়েছে। যাতে এনামুল হক জুনিয়র ১২.৪ পয়েন্ট পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। আর এতেই সবার নজর কেড়েছেন তিনি। বিপ টেস্টে কয়েকজন ১২ এর ওপরে পেয়েছেন তাদের মধ্যে এনামুল হক জুনিয়র একজন। এনামুল ছাড়াও বিপ টেস্টে ১২ এর উপরে পেয়েছেন অলক কাপালি, তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

বিপ টেস্টের ফলাফল প্রকাশ আজ থেকেই শুরু হয়েছে। এতে জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন, আশরাফুল পেয়েছেন ও আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজনের বিপ টেস্টের ফলাফল হতাশাজনক। কেননা তারা কেউই বিসিবির নির্ধারণ করার মার্ক ১১ তুলতে সক্ষম হন নি।

উল্লেখ্য, বিপ টেস্টে ১১ এর নিচে থাকা ক্রিকেটারদের জন্য রয়েছে ২য় দফায় বিপ টেস্টে দেওয়ার সুযোগ, জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »