ক্রীড়া প্রতিবেদক »
আগামী ৫ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট শুরু হবে আগামীকাল বুধবার সকাল ১১.৩০ টা থেকে। ড্রাফট অনুষ্ঠান থেকে আসরে অংশগ্রহণ করা দলগুলো তাদের পছন্দের দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে।
এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট তালিকায় রয়েছে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাসের মত তারকা ক্রিকেটার সহ মোট ২১৭ জন দেশি ক্রিকেটার। এর আগে সরাসরি চুক্তিতে দলগুলো ১জন করে দেশি তারকা ক্রিকেটার কৌটায় দলে ভিড়িয়েছে।
এবারর আসরে মোট ৭টি দল অংশগ্রহণ করছে। ইতোমধ্যেই দলগুলো সরাসরি চুক্তিতে কিছু বিদেশি ক্রিকেটারও দলে ভিড়িয়েছে। আগামীকাল দল গোছানোর বাকি কাজ সমাপ্ত হবে।