বিপিএল মাতাতে আসছেন মঈন আলী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু বিপিএলে দেখা যেতে পারে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। এর আগেও বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডের এই ক্রিকেটারের। আগামী মাস অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এবারের বিপিএলে খুলনা টাইগার্সের জার্সি গায়ে দেখা যেতে পারে মঈন আলীকে। এর এর আগে খুলনার হয়ে এই বিপিএল খেলার কথা ছিল শেন ওয়াটসনের। কিন্তু অজি এই ক্রিকেটারের খুলনার সাথে কথা পাকাপাকি না হওয়ায় মঈন আলির সাথে যোগাযোগ করছে খুলনা।

নিয়ম অনুযায়ী বিপিএলে প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে দুজন বিদেশী ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে দলগুলি। ইতোমধ্যে উইন্ডিজের তারকা ব্যাটসম্যান লেন্ডন সিমন্স, আন্দ্রে রাসেল এবং শোয়েব মালিকদের মতো তারকাকে ড্রাফটের বাইরে থেকে দলে টেনেছে এবারের দলগুলি। তারই অংশ হিসেবে অলরাউন্ডার মঈন আলিকে দলে আনার চেষ্টা করছে খুলনা।

মিডল অর্ডারে একজন পারদর্শী বিদেশী ব্যাটসম্যানের খোঁজে রয়েছে খুলনা। সেই সঙ্গে একজন অলরাউন্ডারকেও চায় দলটি। এ ব্যাপারটি বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি জানান, ‘আমরা শেন ওয়াটসন এবং মঈন আলীর সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে। ওয়াটসন আসবে না যতটুক মনে হয়, মঈনের সঙ্গেও সেভাবে কথা হয়নি। আমাদের যে জায়গাটায় দরকার ওই জায়গাটাতেই খুঁজছিলাম একজনকে। আশা করছি ৩-৪দিনের মধ্যেই চূড়ান্ত সমাধানে আসবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »