বিপিএল মাতাতে আসছেন ভারতের যুবরাজ সিং

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। এবারের আসরকে সামনে রেখে ইতিমধ্যে প্লেয়ার ড্রাফট শেষ। তবে দলগুলো ড্রাফটের বাইরে থেকে প্লেয়ার দলে ভেড়াচ্ছে। যাতে করে শক্তিশালী দল হতে পারে, তাই অনেকে বড় বড় তারকাদের দলে নিচ্ছে। এখন শুনা যাচ্ছে বিপিএল মাতাতে আসছেন ভারতের ভারতের কিংবদন্তি যুবরাজ সিং।

বিপিএল প্লেয়ার ড্রাফটে ছিলো তিন ভারতীয় ক্রিকেটার। তবে তাদের কেউকে দলে নেয়নি আসরটিতে অংশগ্রহণকারী সাতটি দলই। প্রথমবারের মতো বিপিএল প্লেয়ার ড্রাফটে ভারতের ক্রিকেটারদের নাম আসলে কেউ তাদের দলে নিতে আগ্রহ দেখায়নি। তবে এখন যুবরাজ সিং’কে দলে ভেড়াতে চাচ্ছেন চট্টগ্রাম চ্যালেন্জার্সের।

ইতিমধ্যে বন্দরনগরীর দলটি যুবরাজ সিং’য়ের এজেন্টদের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। যদিও গেইল’কে নিয়ে তাদের পরিকল্পনা সাজাতে থাকে তবে এখন বিপিএলে আসতে নারাজ এ ক্যারিবিয়ান তারকা। যার বলে যুবরাজের মতো অলরাউন্ডারের দিকে তাকিয়ে আছে দলটি। তাকে ভেড়াতে প্রস্তুত হয়ে বসেছে চট্টগ্রাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »