দুর্জয় দাশ গুপ্ত »
বঙ্গবন্ধু বিপিএল নিয়ে শুরু থেকেই ছিলো নাটকীয়তা। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট না হওয়াতে অনেকেই ভেবেছিলেন রঙ হারাবে বিপিএলের এবারের আসর। তবে আলোচনা-সমালোচনা ছাপিয়ে বঙ্গবন্ধু বিপিএল জমে উঠছে প্রতিনিয়ত।
দিন কয়েক আগেই বিপিএল মাতাতে এসেছেন অজি তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। তবে এবার সবচেয়ে বড় বোমা ফাটালো খুলনা টাইগার্স। টুর্নামেন্টের মাঝামাঝিতে তারা দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার হাশিম আমলাকে।
ইতিমধ্যেই রাউন্ড রবিন লীগের অর্ধেক ম্যাচ খেলে ফেলেছে দলগুলো। বাকি ম্যাচগুলোর ফলাফলের উপরে নির্ভর করছে কোন চারটি দল প্লে-অফে যাবে।
তবে প্লে-অফের দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স। টানা দুই ম্যাচ হারা খুলনা শেষ তিন ম্যাচের সবকটাতে জিতে জয়ের ধারায় ফিরেছে। এবার দলের শক্তিমত্তা বাড়াতে দলে ভেড়ালো অভিজ্ঞ হাশিম আমলাকে।