https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো সর বিপিএলের সপ্তম আসর নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল অনেক আগেই। কখনও খেলোয়ারদের সাথে চুক্তি নিয়ে দ্বন্দ্ব আবার কখনও ফ্র্যাঞ্চাইজিদের সাথে বোর্ডের দ্বন্দ্ব। ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বোর্ডের দ্বন্দ্বের অবসান হচ্ছে, হবে এমনটা জানা গেলেও বিসিবির পক্ষ থেকে ঘোষণা এল সম্পূর্ণ ভিন্ন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন আগামী বছরের বিপিএলে থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। বিসিবির অধীনে হবে বিপিএলের স্পতম আসর। বিসিবির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা।
রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক দেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোকে বলেন, ‘এটা নিয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। বিসিবির সাথে আমাদের চুক্তির মেয়াদ গত বছর শেষ হয় গেছে। তবুও আমাদের ডেকেছিল তারা। আমরা আমাদের যুক্তিগুলো জানিয়েছিলাম। তারা এমন সিদ্ধান্ত নিবে তা জানতাম না। তারা এমন সিদ্ধান্ত নিতেই পারে। তাদের সাথে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। যেহেতু এমন সিদ্ধান্ত নিয়েছে আমাদের জানালেই পারতো।’
অন্যদিকে সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ জানান, ‘এটা আমাদেরকে এখনও জানানো হয়নি। জানলে আনুষ্ঠানিকভাবে জানাতে পারব। বিসিবির সাথে আমাদের কারো চুক্তি নেই। টুর্নামেন্ট যেহেতু বিসিবির তারা যেটা বলবে সেটাই অনুসরণ করব। তবে এটা ধারণা করেছিলাম বিসিবি এমন সিদ্ধান্ত নেয়ার আগে অন্তত জানাবে।’