বিপিএল প্লেয়ার ড্রাফটে থাকছে যেসব বিদেশি ক্রিকেটাররা..

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবকিছু ঠিকঠাক থাকলে রোববার(১৭ নভেম্বর) হবে আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। ইতোমধ্যে দেশি ক্রিকেটারদের ক্যাটাগরি ও ভিত্তি মূল্য প্রকাশ করেছে বিসিবি। ক্রিকেটাদের দাবির ভিত্তিতে সামঞ্জস্য রেখে নির্ধারণা করা হবে আসন্ন বিপিএলের বিদেশি ক্রিকেটার ভিত্তি মূল্য। বিদেশি কোচদের মতো মূল্যায়ন করা হবে দেশি কোচদেরও।

বঙ্গবন্ধু বিপিএলের শুরুতেই একটা গুঞ্জন ছিল আসন্ন বিপিএলে থাকছে না দেশি কোচরা। ক্রিকেটারদের দাবির ভিত্তিতে বিদেশি কোচদের মতো এবার মূল্যায়ন করা হচ্ছে দেশি কোচদেরও। ইতোমধ্যে দেশ সেরা দুই কোচকে নিয়োগ দিয়েছে আসন্ন বিপিএলের দুই দল। বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরে ঢাকা নওয়াবের কোচের দায়িত্ব পালন করবেন দেশ সেরা সুনামধন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আরেক অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরানকে দেখা যাবে সিলেট থান্ডার্সের কোচের ভূমিকায়।

এদিকে বিপিএলের এবারের আসরে থাকছে বেশ কিছু বিদেশি তারকা ক্রিকেটাররা। গত আসরের মধ্যে এবারও থাকছে- ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, ইমরান তাহির, অ্যাঞ্জেলা ম্যাথুস, রবি বোপারা, থিসারা পেরেরা, বেনি হাওয়েল, রাইলি রুশো, মারলন স্যামুয়েলসদের মতো ক্রিকেটাররা। তবে পারিশ্রমিক বিবেচনায় ব্যাশ লিগের কারণে থাকছে না রাশিদ খান, আন্দ্রে রাসেলরা।

দেশি ক্রিকেটারদের ভিত্তি মূল্যের উপর সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে বিদেশি ক্রিকেটারদের ভিত্তি মূল্য। বিদেশি ক্রিকেটারদের ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ গ্রেডের ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার, ৪০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার মার্কিন ডলার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »