নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা এবারের বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসর। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মূল উদ্দেশ্য থাকে নিজেদের দেশের ক্রিকেটার খোঁজে বের করা। বঙ্গবন্ধু বিপিএলের উদ্দেশ্যও এর বাহিরে না। এবারের বিপিএল নিয়ে আজ সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য মাহবুব আনাম। এবারের বিপিএল নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য দেন তিনি।
দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য এবারের বিপিএলে বেশ কিছু বিষয় বাধ্যতামূলক করে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয় গুলো এমন যে, প্রতিটি দলের জন্য আগের ফ্র্যাঞ্চাইজিদের বলবে বিসিবি। তিনি বলেন, ‘আমরা বিপিএল আয়োজন করি আমাদের দেশের ক্রিকেটার বের করে আনার জন্য। এখন আমাদের দেশের ক্রিকেটারদের যদি পজিশন মত খেলতে দিতে না পারি আর বোলারদের যদি সুযোগ করে না দিতে পারি তাহলে আমাদের এই টুর্নামেন্টের স্বার্থকতা কোথায়?’
বিশ্বের প্রতিটি দলেই প্রায় একজন করে বিশ্বমানের লেগ স্পিনার আছে, অভাবটা শুধু আমাদের দেশের ক্রিকেটে। এ বিষয়ে তিনি বলেন, ‘আপনার জানেন, আমরা অনেকদিন ধরেই লেগস্পিনারের খোঁজে আছি। এবারের বিপিএলে কিছু জায়গায় আমরা বাধ্যবাধকতা করে দিবো। প্রতিটি দলে যেন একজন করে স্পিনার খেলানো হয় আর তাকে যেন চার ওভার বল করায় সেখানে বাধ্যবাধকতা করে দিবো।’
আমাদের দেশের ব্যাটসম্যানরা বাহিরে গিয়ে ১৪০+ কি মি গতির বল মোকাবেলা করতে হিমশিম খায়। তাদের এই সমস্যা কাটানোর জন্য এবারের বিপিএলে ১৪০+ কি. মি গতির বোলার খেলানোয় বাধ্য করবো বিসিবি। এ ব্যাপারে তিনি বলেন, ‘তারা যেন প্রতি দলে ১৪০+ কি. মি গতির বোলার দলে রাখে সে জন্য তাদের বলবো। এসব উন্নয়ন করতে যে টাকার প্রয়োজন হবে আমরা তা করবো। আর দেশের ক্রিকেটের উন্নয়ন করতে চাইলে দল গুলোকে কিছু বাধ্যবাধকতা মানতে হবে।’