নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগেই ঘোষণা এসেছে এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। কিন্তু হুট করেই পুরো দৃশ্যপট পাল্টে গেল। শেষ পর্যন্ত ইগোর লড়াইয়ে বিপিএল মাঠে গড়াবে কি না এটা নিয়েই প্ৰশ্ন উঠেছে।
গত ৩১ জুলাই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রংপুর রাইডার্স সাকিব আল হাসানের সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে। আর বিপত্তির শুরুটা হয় এখান থেকেই। ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানের সাথে রংপুরের এই চুক্তি নিয়ে শুরু হয় ঝামেলা। সাকিব আল হাসানকে আইকন করেই নিজেদের পরিকল্পনা এগোচ্ছিলো ঢাকা। কিন্তু হুট করে সাকিবের রংপুরের সাথে চুক্তি ঢাকার জন্য ছিল বড় এক ধাক্কা।
শুধু সাকিব না, চিটাগাং ভাইকিংসের আইকন মুশফিকুর রহিম দল বদলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যান। তামিম ইকবাল পাড়ি জমান খুলনায়। তবে এই দলবদল নিয়ে কোন আলোচনা-সমালোনা হয় নি কারণ এগুলো হয়েছে দুই দলের সম্মতিতে।
সাকিবের সাথে রংপুরের চুক্তির ব্যাপারটি জানতেন না ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ। আর এতেই উঠেছে প্রশ্ন।
সাকিব ইস্যু ছাড়াও ফ্র্যঞ্চাইজি মালিকপক্ষের রেভিনিউ শেয়ার করার ব্যাপারটাও অনেক বড় আকার ধারণ করেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স মালিকপক্ষ বিসিবিকে রেভিনিউ শেয়ারের প্রস্তাব দিয়েছে। কিন্তু এমন প্রস্তাবে রাজি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কুমিল্লা ছাড়াও আরো ২-৩ টা ফ্র্যঞ্চাইজি রেভিনিউ শেয়ার চায়। কিন্তু বিসিবি অনড় নিজের অবস্থানে।
এত এত ঝামেলায় শেষ পর্যন্ত বিপিএল মাঠে গড়াবে কি না সেটা জানা যেতে পারে আজকেই। বোর্ড সভাপতি আজ দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেখানেই বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্বান্ত জানাতে পারেন।