https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিপিএলের সপ্তম আসর শুরু হতে এখনও বাকি প্রায় চার মাস। তবে ইতোমধ্যেই নানা বিতর্জে জর্জরিত হচ্ছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগটি। সাধারণত টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো কিছুটা আগেভাগেই দল গুছানোর কাজটা সেরে রাখে। আগামী আসরকে কেন্দ্র করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুশফিকুর রহিম এবং খুলনা টাইটান্স দলে নিয়েছে তামিম ইকবালকে। পাশাপাশি সাকিবকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। তবে এখানেই যেন সব আপত্তি ক্রিকেট বোর্ডের।
বিপিএলে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিসিবির চুক্তির মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে ফলে নতুন করে এবারও চুক্তি করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এই চুক্তি নবায়ন না করেই ফ্র্যাঞ্চাইজিগুলো দলে যে ক্রিকেটারদের ভিড়িয়েছেন সেটাকে সহজভাবে নেয়নি বিসিবি। কেননা রিটেইন ক্রিকেটারদের তালিকা প্রথমে বোর্ডের কাচে জমা দিতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। তাছাড়া নতুন করে দলগুলো চুক্তি করলে লটারি দিয়েই জানানো হবে কোন আইকন ক্রিকেটার কোন দলে থাকবেন।
এতসব মারপ্যাঁচে পড়ে এবার বিপিএল থেকে নাম প্রত্যাহার করার হুমকি দিয়েছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী জানান, ‘এমন করলে তো আমরা আর খেলতে পারি না। বিপিএলে আমরা খেলবো কি খেলবো না সেটা গুরুত্বপূর্ণ না। আসল কথা হল আমরা প্রতি বছর ১০-১৫ কোটি টাকা খরচ করি। কিন্তু তারা প্রতি বছর নতুন নতুন নিয়ম নিয়ে আসে।’
‘যদি দরকার হয় আমরা খেলবো না। বিসিবির আরও অনেক দল আছে। তাদেরকে নিয়েই টুর্নামেন্ট করুক।’– বলেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী