সাজিদা জেসমিন »
এবার বিপিএলে ১টি ফিফটিসহ ১৯০রান রয়েছে সংগ্রহে। শুরু থেকে হারের বৃত্তে থাকা সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন। গত সোমবার রান নেওয়ার সময় ঘাড়ের নিচের দিকে চোট পেয়েছেন এ-ই ব্যাটসম্যান। দলের সাথে খেলার কথা ছিলো ঘরের মাঠ সিলেটে। কিন্তু অকস্মাৎ পড়া ইনজুরির কারণে ঢাকা ফিরে আসেন।
ঢাকা ফিরে স্ক্যান করার পর রিপোর্টে ‘গ্রেড টু টিয়ার’ ধরা পড়ে। প্রায় ১মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে তাকে। সিলেটের মিডিয়া ম্যানেজার এ-ই ব্যাপারে গণমাধ্যমে নিশ্চিত করেন। অম্লান মুনতাকিম বলেন –
‘ সৈকতের স্ক্যানে গ্রেড টু টিয়ার ধরা পড়েছে। তাঁকে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।’
বিপিএলের এই আসরে আর তাকে পাচ্ছেনা সিলেট। তাঁর পরিবর্তে সিলেটের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। চলতি মাসের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ থেকেও সম্ভবত বাদ পড়বেন এ-ই ব্যাটসম্যান।