https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর সপ্তম আসর শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি। তবে এই আসরকে কেন্দ্র করে ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি করা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা নিয়ে আজ (১৯ আগস্ট) থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আলোচনায় বসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল
মূলত বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সাথে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়াতে নতুন করে চুক্তির ব্যাপারেই আলোচনা প্রাধান্য পেয়েছে। পাশাপাশি ফ্রইয়াঞ্চাইদের পক্ষ থেকে লভ্যাংশ বণ্টনের যে প্রস্তাব দেয়া হয়েছিল সেই সম্পর্কেইও জানা গেছে মিটিং শেষে।
অন্যদিকে পুরনো প্লেয়ার ফ্র্যঞ্চাইজিরা ধরে রাখার জন্য আবেদন করার পর এই সম্পর্কে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘রিটেনশন প্রক্রিয়া আমরা এখনও ফাইনাল করিনি। করলে সেটা আপনাদেরকে জানানো হবে।’
আজকের এই সভায় মূলত ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স এবং রাজশাহী কিংসের সাথে। বৈঠকে বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সেখানে লভ্যাংশ ভাগাভাগির ব্যাপারে বিপিএল কর্তারা কিছু করতে না পারলেও এই ব্যাপারে সিদ্ধান্ত নিবে বিসিবি এমন তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে যেসকল ফ্র্যাঞ্চাইজি আগেই দলে ক্রিকেটার নিয়ে নিয়েছে সেই সম্পর্কে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এ বছর আমাদের অকশন হল- প্লেয়ার্স বাই ড্রাফটের মাধ্যমে সবকিছু ফ্রেশ করা হবে। প্লেয়ারদের দলে নেয়ার যে কাজ হয়েছে তা আমরা স্বীকৃতি দেই না, দিচ্ছি না।’