কে এম আবু হুরায়রা »
বঙ্গবন্ধু বিপিএল-২০১৯-২০ এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৮’ই ডিসেম্বর। সব কিছু ঠিকঠাক থাকলে চাঁদের হাট বসতে চলেছে মিরপুরে। আর সে কারনেই চলছে মঞ্চ সাজানোর প্রস্তুতি৷ বেশ ধুমধাম করেই এবারের বিপিএল এর উদ্বোধন করতে যাচ্ছে বিসিবি। আসবে সালমান খান, ক্যাটরিনা কাইফের সাথে থাকবেন দেশীয় বিভিন্ন তারকারা।
সবার মত এবারের বিপিএল নিয়ে আশার শেষ নেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। সামনের টি২০ বিশ্বকাপের দল সাজানোর বা যায়গা করে নেওয়ার মঞ্চ হিসেবেও দেখছেন কেউ কেউ। এ নিয়ে ক্রিকেটের স্মারক সংগ্রাহক জসীম উদ্দিন বলেন, ‘এবারের বিপিএল বেশ জাঁকজমকপূর্ণ হবে৷ সামনেই টি২০ বিশ্বকাপ। দেশি-বিদেশি সবাই চাইবেন নিজের সেরেটা নিংড়ে নিজেকে প্রস্তুত করতে। এতে প্রতিযোগিতা বাড়বে।’
নিজস্ব মালিকানায় বঙ্গবন্ধু বিপিএল এর কারনে বিসিবি কিছু অতিরিক্ত নিয়ম করতে পেরেছে৷ প্রতি দলেই লেগীসহ গতিময় পেসার থাকতে হবে এই নিয়মগুলো আমাদের ক্রিকেটারদের দূর্বলতা চিহ্নিত করে সেটাকে শুধরানোর সুযোগ থাকবে বলেও মনে করের জসীম।
তার ভাষায়, ‘বঙ্গবন্ধু বিপিএল বিসিবির মালিকানায় নেওয়ার বিষয়টি সঠিকভাবে ব্যাবহার করতে পারলে দেশের ক্রিকেটে কাজে লাগবে।’