বিপিএল ছে‌ড়ে দে‌শে ফির‌ছেন তিন লঙ্কান

শোয়েব আক্তার »

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব শে‌ষে দে‌শে ফি‌রে যা‌বেন তিন শ্রীলঙ্কান ক্রি‌কেটার। তাঁরা হ‌লেন কু‌মিল্লা ওয়া‌রিয়‌র্সের অধিনায়ক দাসুন শানাকা ও উদ্ভোধনী ব্যাটসম্যান ভানুকা রাজাপাক‌শে এবং খুলনা টাইগা‌র্সের স্পিনার ওয়া‌নিন্দু হাসারাঙা।

আসন্ন ভারত সফ‌রের টি-২০ সি‌রি‌জের জন্য অনুশীলন ক্যা‌ম্পে যোগ দি‌তে দে‌শের উদ্দে‌শ্যে রওয়ানা দে‌বেন এই তিন ক্রি‌কেটার।

ভারত সফরের জন্য এই তিন ক্রিকেটারকে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে বলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে তাদের পরিবর্তে দলগুলো বিকল্প খেলোয়াড় হিসেবে কাকে নিবে তা এখনো ঠিক করেনি। কোচ, অধিনায়ক ও ম্যানেজাররা শিগগিরই আলাপ-আলোচনা করে এ ব্যাপা‌রে সিদ্ধান্ত নিবেন।

বঙ্গবন্ধু বি‌পিএ‌লের চট্টগ্রাম পর্বে কুমিল্লা ও খুলনা আরও তিনটি করে ম্যাচ খেল‌বে। এই তিনটি ম্যাচ খেলেই নিজেদের এবা‌রের বিপিএল শেষ করবেন তাঁরা।

আগামী ৫ জানুয়ারি থে‌কে ভারতের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ টি শুরু হ‌বে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »