বিপিএল খেলতে ঢাকায় মোহাম্মদ আমির-রাইলি রুশোরা

এ কে শাহেদ »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের বিপিএল আসরের নামকরণ করেছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। গতকাল (রবিবার) জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিপিএল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন সালমান-ক্যাটরিনা’রা। এবার বল মাঠে গড়ানোর পালা, আগামী ১১ ডিসেম্বর বিপিএল মাঠে গড়াবে। ইতিমধ্যে বিদেশি ক্রিকেটাররা ঢাকায় ফিরছেন।

বঙ্গবন্ধু বিপিএলকে সামনে রেখে অংশগ্রহণকারী সাতটি দল অনুশীলন করার জন্য প্রস্ততি নিচ্ছে। তবে ঢাকা, রংপুর, সিলেট ও চট্টগ্রাম ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। আজ থেকে অনুশীলন শুরু করার কথা রয়েছে খুলনা টাইগার্সের। তবে তারা অনুশীলনের প্রথম দিন থেকে বিদেশিদের পাচ্ছে।

খুলনার চার বিদেশি ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছে। জানা যায় দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, পাকিস্তানের মোহাম্মদ আমির, আফগানিস্তানের রহমতউল্লাহ ও রবি ফ্রাইলিঙ্ক দলের সাথে যোগ দিয়েছে। আজ বিকাল তিন টায় কোচ জেমস ফস্টারের অধীনে অনুশীলন করবে তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »