বিপিএলে সিলেটের অধিনায়ক হতে যাচ্ছেন মোসাদ্দেক

একে শাহেদ »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল আসরের নামকরণ করেছে “বঙ্গবন্ধু বিপিএল”। ইতিমধ্যে অংশগ্রহণকারী সাতটি দল প্লেয়ার ড্রাফট শেষে শিরোপা জয়ের জন্য তাদের পরিকল্পনা সাজাচ্ছে। তবে এখনো সাতটি দলের অধিনায়কের নাম চূড়ান্ত হয়নি।

এখন শুনা যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল সিলেট থান্ডারের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সিলেট থান্ডার্সের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগামীকাল (মঙ্গলবার) এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিলেট কর্তৃপক্ষ। তবে সবার আগে এগিয়ে আছেন দেশি মোসাদ্দেক হোসেন সৈকত।

প্রথম বারের মতো বিপিএলে অধিনায়কত্ব করতে যাচ্ছেন মোসাদ্দেক। তবে অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা রয়েছে এ তার। বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত নভেম্বর ভারত সফরের আগে টি-টোয়েন্টির অধিনায়ক নিয়ে গুঞ্জন ওঠে। যেখানো মোসাদ্দেকের নাম আসে, তবে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়কত্ব করেন।

সিলেট থান্ডারঃ মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাইম হাসান, রনি তালুকদার, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, মো. দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া ও এবাদত হোসেন।

বিদেশি ক্রিকেটারঃ জনসন চার্লস, শেরফেইন রাদারফোর্ড, শফিকুল্লাহ শাফাক, নাবিনুল হক, জীবন মেন্ডিস ও শেলডন কটরেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »