সাজিদা জেসমিন »
বিপিএলে দল একপ্রকার অসম্পূর্ণ রেখেই প্লেয়ার ড্রাফট শেষ করে সিলেট থান্ডার৷ তবে দলে ভিড়ানো প্রায় বিদেশি খেলোয়াড়কে ছাড়াই মাঠের লড়াইয়ে নামতে হবে সিলেট থান্ডারকে। টি-১০ লীগের কারণে বেশ কয়েকজনকে পাচ্ছে না সিলেট। আর তাই আরেক ক্যারিবীয় খেলোয়াড়কে দলে ভেড়ালো সিলেট।
মোটামুটি প্রায় সম্ভাবনাময়ী খেলোয়াড়দের দলে ভিড়িয়ে ছিলো দলটির টিম ম্যানেজমেন্ট। তবে শুরু থেকে সবাইকে পাওয়া যাচ্ছে না। শেরফান, শাফাক, জনসনরা টি-টেন লীগের কারণে যোগ দিতে পারছেন নাহ৷ ঐদিকে কটরেল ব্যস্ত জাতীয় দলের খেলা থাকায় ব্যস্ত থাকবেন। তাই আরেক ক্যারিবীয় পেসার ক্রিসমার সান্টোকিকে দলে ভিড়িয়েছে সিলেট।
একটা নজরে সিলেট থান্ডারের খেলোয়াড়গণঃ
দেশী : মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া ও এবাদত হোসেন।
বিদেশি : শেরফান রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভীন উল হক, জীবন মেন্ডিস, শেলডন কটরেল, মোহাম্মদ সামি, ক্রিসমার সান্টোকি।