মমিনুল ইসলাম »
জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়। বঙ্গবন্ধু বিপিএলের পরিচিত মুখ। এর আগে ৫ টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি – চিটাগং কিংস, চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুরন্ত রাজশাহী ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন৷
বিপিএলে এ পর্যন্ত খেলেছেন ৫০টি ম্যাচ। করেছেন ৬১০রান। কিন্তু এবার বিপিএলের প্লেয়ার ড্রাফটে দল পাননি জিয়া। ২টি পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। ৩য় পর্বে এসে দল পেলেন জিয়া। এ-ই পর্বে চট্টগ্রাম শিবিরে যোগ দিচ্ছেন জিয়া। জিয়াকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে চ্যালেঞ্জার্স কতৃপক্ষ।
৮ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম। টুর্নামেন্টের শুরুর দিকে মেহেদী হাসান রানাকে দলে নিয়েছিল চট্টগ্রাম। এখন পর্যন্ত এই আসরের সর্বোচ্চ উইকেট শিকারী রানা। ইনজুরির কারণে মাহমুদউল্লাহ খেলতে পারেন নি বেশ কিছু ম্যাচ। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে আছেন ইমরুল কায়েস।
একনজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড-
দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মেহেদী হাসান রানা, জিয়াউর রহমান।
বিদেশি : ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিষ্কা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল,লেন্ডল সিমন্স, চ্যাডউইক ওয়ালটন, লিয়াম প্লাংকেট।