বিপিএলে ছয় দলের কোচ চূড়ান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট রবিবার(১৭ নভেম্বর) রাজধানীর এক পাঁচ তারা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বিপিএলে অংশগ্রহণ করা সাতটি দল প্লেয়ার ড্রাফটে তাদের প্রয়োজনীয় ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। সেই সাথে বিপিএলে দেখা যাবে দেশি-বিদেশি অভিজ্ঞ কোচদের।

সাত দলের মধ্যেই ছয় দলেই তাদের প্রধান কোচ চূড়ান্ত করেছে। ড্রাফটের আগেই জানা গেছে, বিপিএলের এই আসরে ঢাকা প্লাটুনের কোচের ভূমিকায় থাকবেন দেশ সেরা স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দেশীয় আরেক অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান দায়িত্ব পালন করবেন সিলেট থান্ডারের।

বিপিএলের সপ্তম আসরে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক দক্ষিণ আফ্রিকান কোচ ওটিস গিবসন। পাকিস্তানের সাবেক ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার রংপুর রেঞ্জার্সের কোচের দায়িত্ব পালন করবেন। রাজশাহী রয়্যালসের কোচের দায়িত্বে আছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইস শাহ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দায়িত্ব পালন করবেন আরেক ইংলিশ ক্রিকেটার কবির খান।

এছাড়া শোনা যাচ্ছে সিলেট থান্ডারের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে হার্শেল গিবসকে। তবে এখনো সিলেট টিম ম্যানেজমেন্ট এখনো এ বিষয়ে নিশ্চিত করেনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »